

বৃহস্পতিবার ● ২৩ মে ২০১৯
প্রথম পাতা » জাতীয় » দুলার হাট থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জ্যাকব
দুলার হাট থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জ্যাকব
একেএম গিয়াস উদ্দিন, দুলারহাট প্রতিনিধি : চরফ্যাশন উপজেলা দুলার হাট থানা খুব কম সময়েই এক বিশাল বাজেটে ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী বর্তমান যুব ও ক্রীয়া মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি) ।এসময় এমপি বলেন, উন্নয়নে চরফ্যাশন উপজেলায় দুলার হাট কোন অংশে কম নয়। চরফ্যাশন থানা দীর্ঘ ২৮ বছর টিনের ঘরে কার্যক্রমের পর বিল্ডিং পেয়েছে অথচ দুলার হাট থানা এত স্বল্প সময়ে এক বিশাল বাজেটে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে দোতলা ভবন কাজ চলছে, গ্যালারী ও বাউন্ডারী মিলিয়ে এক অপরুপ রুপে সাজছে এ বিদ্যাপিঠ। আমার বাবার কর্মজীবন এখানেই শুরু তার স্বপ্নকে বাস্তবায়নে দুলার হাট থানাকে ১১ কোটি টাকার বিশাল বাজেটে ভিত্তিপ্রস্তরস্থাপন শুভ উদ্বোধন ঘোষণা করিলাম। পরে দু:স্থ্য অসহায় মহিলাদের মাঝে আসন্ন ঈদ-উল-ফিতরের শাড়ীরবিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলার পুলিশ সুপার মো: মোক্তার হোসেন পিপিএম। এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের তবে চরফ্যাশন উন্নয়ন যেদিকেই দৃষ্টি সেদিকে লক্ষ্য করা যায়। চরফ্যাশনের শেখ রাসেল শিশু পার্ক, জ্যাকব টাওয়ার অন্যতম। তিনি আরো বলেন, সকলের সহযোগীতা পেলে চরফ্যাশন কে জেলায় রুপান্তরিত সময়ের ব্যাপার মাত্র। এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, চরফ্যাশন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরইসলাম ভিপি, পৌরসভার চেয়ারম্যান শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, মো:হোসেন চেয়ারম্যান, মো:জামাল উদ্দিন মহাজন, নুরাবাদ ইউপি চেয়ারম্যান মো:মোস্তাফিজুর রহমান,নীলকমল ইউপি চেয়ারম্যান মো:আলমগীর হোসেন হাওলাদার,মুজিবনগর ইউপি চেয়ারম্যান আ:ওয়াদুদ মিয়া,জেলা পরিষদ সদস্য মো: সাহাবুদ্দিন মাষ্টার সে সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।দুলার হাট থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান পাটওয়ারী সভাপতিত্বে দুলার হাট থানার ৫টি ইউনিয়নে সকল চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগের সকল নেত্রীবৃন্ধ, জনসাধারণ উপস্থিতিতে সভার কাকরাউল্লেখ্য, ভোলা জেলার চরফ্যাসন উপজেলা কে বিভক্ত করে গত ২০ নভেম্বর ঢাকায় মন্ত্রী পরিষদ বিভাগ প্রশাসনিক পুনর্বিনাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে চরফ্যাসন “দুলার হাট ” থানা অনুমোদন করা হয়।
পরে চরফ্যাশন পশ্চিমাঞ্চলের মানুষ যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি কে গত ৪ জানুয়ারী গণসংবর্ধনায় ও ভালোবাসায় সিক্ত করেন। তারই ধারাবাহিকতায় ভিত্তিপ্রস্তরস্থাপন হলো।
এফএইচ