

সোমবার ● ২৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিশ্ব » ধর্ষক রাম রহিমের ১০ বছরের কারাদণ্ড
ধর্ষক রাম রহিমের ১০ বছরের কারাদণ্ড
ডেস্ক: দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু গুরমিত রাম রহিম সিংকে ১০ বছরের কারাদণ্ড কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (সিবিআই) বিশেষ আদালত। এর আগে নিরাপত্তাজনিত কারণে রাম রহিমের সাজা ঘোষণার জন্য জেলখানাতেই বসানো হয় আদালত।
সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই রায় ঘোষণা করেন সিবিআই’র বিশেষ আদালতের বিচারক জগদীপ সিংহ। এর আগে গত ২৫ আগস্ট রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত।
তবে সেদিন হরিয়ানার পঞ্চকুলায় স্থাপিত সিবিআই’র বিশেষ আদালতে রায় ঘোষণা হলেও নিরাপত্তা ঝুঁকির কারণে সোমবার সাজা ঘোষণা হয়েছে রাজ্যের রোহটাক কারাগারের ভেতরে। সাজা ঘোষণার জন্য বিচারক জগদীপ সিংকে হেলিকপ্টারযোগে নিয়ে আসা হয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে।
আদালতে সিবিআইয়ের আইনজীবী তার যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন। তবে রাম রহিমের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে মুক্তি দেওয়ার আবেদন করেন। আদালত উভয় পক্ষকে ১০ মিনিট করে শুনানির সময় দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।
আদালতে রায় ঘোষণার সময় কাঁদছিলেন রাম রহিম। এক পর্যায়ে তিনি ভেঙে পড়েন এবং কৃতকর্মের জন্য ক্ষমা চান। আদালতে বিচারকের নির্দেশের পর পিন পতন নিরবতা নেমে আসে। সে সময়েই রায় ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ১৫ বছর আগে দুই শিষ্যকে ধর্ষণের অপরাধে গত শুক্রবার রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন হরিয়ানা রাজ্যের পাঁচকুলায় সিবিআইয়ের বিশেষ আদালত।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাম রহিমের আবাসস্থল হরিয়ানার সিরসায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সেখানে এরইমধ্যে দু’টি গাড়িতে অগ্নিসংযোগের খবর মিলেছে। শুক্রবার দোষী সাব্যস্ত ঘোষণার পরই ব্যাপক সহিংসতায় অন্তত ৩৮ জন নিহত হয়। আহত হয় তিন শতাধিক লোক।