

শনিবার ● ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » বিশ্ব » সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত
সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত
ডেস্ক: ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশে চীনের নিয়ন্ত্রণ মোকাবিলা করতে এবার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা মোতায়েন করবে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের শুরুতেই রাশিয়া থেকে আনার পর দুটি এস-৪০০ উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা হবে। এই দুই সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে ভারত ও চীনের মধ্যে। ভারতীয় সেনার ‘এয়া ডিফেন্স রেজিমেন্ট’-এর নিয়ন্ত্রণে এস-৪০০ মোতায়েন হওয়ার পর এলএসসি-তে শক্তির ভারসাম্যে বেজিংয়ের সঙ্গে পাল্লা দিতে পারবে দিল্লি, এমন মনে করছেন দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান ও ড্রোন ধ্বংস করা যাবে বলেও জানা গেছে। রাশিয়ার থেকে চীনও এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কিনে নিয়েছে। ২০১৮ সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি সই হয়। ডিসেম্বরে প্রথম দফায় দুটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছানোর কথা। পরের দফায় আসবে আরও তিনটি।
-রাজ