শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
সোমবার ● ১৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মনপুরায় কর্মকর্তার যোগসাজশে বন কেটে বসতি নির্মাণ, হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা পর্ব-১
প্রথম পাতা » জাতীয় » মনপুরায় কর্মকর্তার যোগসাজশে বন কেটে বসতি নির্মাণ, হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা পর্ব-১
৬১৯ বার পঠিত
সোমবার ● ১৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনপুরায় কর্মকর্তার যোগসাজশে বন কেটে বসতি নির্মাণ, হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা পর্ব-১

 ---

ফরহাদ হোসেন, চর নিজাম থেকে ফিরে: ভোলার মনপুরার চর নিজামে বন কর্মকর্তাদের যোগসাজশে প্রায় ৬০ একর সরকারি জমির বন কেটে বসতি গড়ে তোলা হয়েছে। নদী ভাঙনের ফলে বসত-বাড়ি বিলীন হওয়া পরিবারগুলো পরিবার-পরিজন নিয়ে মাথা গোঁজার ঠাই খুঁজছেন ওই চরে। এ সুযোগে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন অসাধু কিছু বন কর্মকর্তা। এমনকি ‘টাকা খেয়ে’ অনেককে মৌখিকভাবে জমি বন্দোবস্ত দিয়েছেন বনের বিট অফিসার আক্তারুজ্জামান।
স্থানীয়রা জানান, চর নিজামের দায়িত্বে থাকা বিট অফিসার আক্তারুজ্জামান দালাল চক্রের মাধ্যমে সংরক্ষিত বনের গাছ-পালা কাটিয়ে সেখানে টাকার বিনিময়ে অনেক ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দেন। তবে কেউ কেউ মোটা অঙ্কের টাকা দিয়েও জমি বন্দোবস্ত পাননি। তাদের জমি দেওয়ার কথা বলে ঘোরাচ্ছেন বিট অফিসার। এ অবস্থায় যারা জমি পাননি তারা তাদের টাকা ফেরত চাইলে বিট কর্মকর্তা আক্তারুজ্জামান টাকা ফেরত না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেন।

---

সরেজমিনে চর নিজামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মনপুরার চর নিজামের দায়িত্বে থাকা বনপ্রহরী তারেক, মো. শহীদ, আনিছ, রাসেল, রজব আলী ও সাদ্দামের মাধ্যমে বনের জমি দখল দেওয়ার নামে ৩০ থেকে ৭০ হাজার টাকা করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন আক্তারুজ্জামান।

আক্তারুজ্জামানের অর্থ বাণিজ্যের কারণে ওই চরের প্রায় ৬০ একর সরকারি জমির উপর ঘনবসতি গড়ে উঠেছে। আবার অনেক ভূমিহীন টাকা দিয়েও বসত-ভিটা না পেয়ে উল্টো বন বিভাগের মামলায় হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

---

ভুক্তভোগী মো. মঞ্জু ফরাজী অভিযোগ করেন, ‘নদী ভাঙনের কারণে পরিবার পরিজন নিয়ে ঘর করে থাকার জন্যে জমি দিবে বলে আমার ও আমার বড় ভাই জসিম ফরাজীর কাছ থেকে দুই কিস্তিতে বনরক্ষী শহিদ, আনিছ ও তারেকের মাধ্যমে ৫০ হাজার টাকা নেয় বিট অফিসার আক্তারুজ্জামান। টাকা নেওয়ার পর এখন জমি না দিয়ে উল্টো আমাদেরকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা মামলা দিয়েছে।’

একই চরের ভুক্তভোগী আংকুরা বেগম বলেন, ‘আমার আগের বাসস্থান নদীর গর্ভে বিলীন হওয়ায় আমি অন্যান্য ভূমিহীনদের মত কয়েক কিস্তিতে ৩০ হাজার টাকা দিলে আমাদের জায়গা দেখিয়ে দেয় বন বিভাগের লোকজন। ঘর তোলার পর আরো ৩০ হাজার টাকা দাবি করে বন প্রহরীরা। টাকা না দেওয়ায় আমার স্বামী ও ছেলেকে গাছকাটা মামলা দিয়ে হয়রানি করছেন।’

 ---

একই রকম অভিযোগ করেন, চরের  বাসিন্দা খোকন। তার কাছ থেকে ২২ হাজার, মো. রিপন ৪৪ হাজার, আকলিমা বেগম ৩৫ হাজার, রানু বিবি ১৪ হাজার, দুলাল ১৩ হাজার, বিনু বেগম ৩০ হাজার, মো. জামাল ৪৮ হাজার, বাচ্ছু ২০ হাজার, মো.হাফেজ ৪৫ হাজার, হাসনা বেগম ১৬ হাজার, জাহেদা ৪০ হাজার, আয়েশা ১৬ হাজার, বিবি কুলসুম ২০ হাজার, মোস্তফা ৫০ হাজার, সাহেনুর ১৭ হাজার, ইয়ানুর ২৮ হাজার, কামাল ৭০ হাজার, রিয়াজ ২০ হাজার, মালেক ২০ হাজার, জসিম ফরাজী ২৫ হাজার, মোবারক ৮ হাজার, হাবিব উল্যাহ ৩০ হাজার, সিরাজ ২৬ হাজার, মো.বাচ্ছু ৪ হাজার, মনোয়ারা ১২ হাজার, মিন্জু বেগম ২৫ হাজার, মো. ইউসুফ ৩৫ হাজার, মো. সুমনের কাছ থেকে ৩০ হাজার টাকা তার দালাল চক্রের মাধ্যেমে বন বিভাগের কর্মকর্তা আক্তারুজ্জামান হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা ।

এ ঘটনায় গত ২৩ ফেব্রুয়ারি ভুক্তভোগীরা বিচার চেয়ে পরিবেশ ও বনউপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি জেলা ডিএফওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যে নির্দেশ দেন।

---

তবে অভিযুক্ত বিট অফিসার আক্তারুজ্জামান অর্থ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘সরকারি বনের গাছ কেটে বসত-বাড়ি নির্মাণের দায়ে কিছু লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরো কিছু মামলা প্রক্রিয়াধীন।’

অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারো কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় ।’

এ ব্যাপারে ভোলা অঞ্চলের ডেপুটি বন কর্মকর্তা মো. রুহল আমিন বলেন, ‘যারা বন কেটে ঘর তুলেছে তাদেরকে উচ্ছেদ করা হবে। ভূমিহীদের সাথে বন বিভাগের কর্মকর্তার অর্থ বাণিজ্যের বিষয়ে যে অভিযোগ এসেছে সেগুলো আমরা তদন্ত করব।’

-বিএস





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।