

রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ভোলা ইজতেমার তারিখ পরিবর্তন
ভোলা ইজতেমার তারিখ পরিবর্তন
ডেস্ক: ভোলা ইজতেমার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী আগামী ৫ জানুয়ারি শুরু হবে এই ইজতেমা। মাঠে এখনও পানি থাকায় এবং ধান না পাকাতে মাঠ তৈরিতে কিছুদিন দেরি হচ্ছে। তাই কাকরাইল মসজিদের পরামর্শ মোতাবেক ইজতেমা এক সপ্তাহ পিছানো হয়েছে।
জানা গেছে, মাঠের পশ্চিম প্রান্তে নির্মাণাধীন একটি বিল্ডিংকে কামরা হিসেবে ব্যবহার করে একটি জামাত মাঠ তৈরিকরণ এবং তদারকি করছে। জামাতটি গত সপ্তাহে কাজ শুরু করেছে এবং ইজতেমা শেষ পর্যন্ত মাঠে থেকে কাজ করবে। বিভিন্ন থানা, মহল্লা থেকে সাথীরা বাশঁ,কাঠ এনে জড়ো করছেন। এদিকে, কৃষকরা পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। তার দ্রুত মাঠ ইজতেমার জন্য দেয়ার অপেক্ষায় আছেন। আশা করা হচ্ছে, এ ইজতেমায় লক্ষাধিক লোক জমায়েত হবে।
উল্লেখ্য, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বীদের পরামর্শ মোতাবেক এ বছরের ২৯ ডিসেম্বর এই ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এবি/এমডি