শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » ‘ডেথ ফোবিয়ায়’ আক্রান্ত প্রিন্স মুসা ভালোই আছেন !
প্রথম পাতা » জাতীয় » ‘ডেথ ফোবিয়ায়’ আক্রান্ত প্রিন্স মুসা ভালোই আছেন !
৫০০ বার পঠিত
রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘ডেথ ফোবিয়ায়’ আক্রান্ত প্রিন্স মুসা ভালোই আছেন !

 ---

ডেস্ক: ডেথ ফোবিয়ায়’ আক্রান্ত ধনকুবের মুসা বিন শমসের বা ‘প্রিন্স মুসা’ ভালোই আছেন। অফিস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। অসুস্থ হওয়ার পর দুর্নীতি দমন কমিশনও (দুদক) তাকে ঘন ঘন তলব করেনি।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর প্রথমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন মুসা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ‘প্রিন্স অফ বাংলাদেশ’ হিসেবে পরিচিত এই ধনকুবেরের খ্যাতি বিশ্বব্যাপী। ধারণা করা হয়, তিনিই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি।

লোক মুখে প্রচলিত আছে তার বিচিত্র ও বর্ণাঢ্য জীবনের অনেক চমকপ্রদ ও চাঞ্চল্যকর ঘটনা। তার বিপুল সম্পদরাজি, চলন-বলন, সব মিলিয়ে রহস্যের যেন শেষ নেই। প্রায় তিন দশক ধরে সেই রহস্যের নাম মুসা বিন শমসের।

কেন তিনি প্রিন্স, তার বিপুল সম্পদের উৎসই বা কী সে তথ্য এখনও রয়ে গেছে অজানা। বরং তিনি বারবার মিডিয়ায় মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছেন তার পরিকল্পিত কিংবা খেয়ালি কর্মকাণ্ডে।

একবার ইংল্যান্ডের নির্বাচনে লেবার পার্টিকে ৫০ লাখ পাউন্ড অনুদানের ঘোষণা দিয়ে, একবার আয়ারল্যান্ডের জাতীয় ঐতিহ্য কালকিনি দূর্গ কিনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সদর দফতর বানানোর প্রস্তাব দিয়েও আলোচনায় আসেন তিনি।

সর্বশেষ সুইস ব্যাংকে তার সাত বিলিয়ন মার্কিন ডলার বা ৫১ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার খবর প্রকাশের মধ্য দিয়ে মুসা বিন শমসের চমক সৃষ্টি করেছেন সারা দুনিয়ায়।

আরো বিস্ময় হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিশ্বনন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা তার বিখ্যাত গ্রন্থ ‘লং ওয়াক টু ফ্রিডম’ বইটি উপহার হিসেবে দিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের ফরিদপুরের মুসা বিন শমসেরকে।

সর্বশেষ মুসা বিন শমসের আলোচনায় আসেন দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে। সেখানেও ছিল তার রাজকীয় পদার্পণ।

চার নারী নিরাপত্তাকর্মীসহ ৪০ জনের ব্যক্তিগত দেহরক্ষীর বহর নিয়ে তিনি দুদকে এসেছিলেন। হাতে ছিল ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের হীরকখচিত রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি।

২০০৯ সালের ১৪ নভেম্বর ব্রিটেনের প্রভাবশালী সাপ্তাহিক ‘দ্য উইকলি নিউজ’ এর অনুসন্ধানী প্রতিবেদন থেকে মুসা বিন শমসেরের ব্যবহৃত ওই ঘড়ির দাম জানা গিয়েছিল। এ ধরনের ঘড়ি বিশেষ অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়, কোম্পানি সাধারণভাবে বিক্রির জন্য তা তৈরি করে না।

ওই প্রতিবেদনে তার ব্যবহৃত একটি কলমের দাম উল্লেখ করা হয় ১০ লাখ মার্কিন ডলার, যে কলমে সাত হাজার ৫০০টি হীরক খণ্ড আর ২৪ ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হয়। এই কলম দিয়েই তিনি সুইস ব্যাংক অ্যাকাউন্টের চেকে স্বাক্ষর করেন। কলমটি রক্ষিতও হয় সুইস ব্যাংকের ভাড়া করা একটি ভল্টে। তবে বিভিন্ন গণমাধ্যমে কলমের দামের তথ্যে হেরফের রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছিল, মুসা বিন শমসের তার অঙ্গসজ্জায় ব্যবহার করেন ৭০ লাখ ডলারের বেশি দামের গহনা। প্রতিদিন গোসলেই তার ব্যয় হয় প্রায় পাঁচ হাজার ডলার।

ওই প্রতিবেদনে সবচেয়ে বড় চমক ছিল সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের সাত বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ জব্দ হওয়া। আর ওই অর্থ জব্দের মূলে ছিল তার সেই বিখ্যাত হীরকখচিত কলম। কারণ, কলম ভল্টে রাখার বিপরীতে নিয়মিত রাজস্ব পরিশোধ না করায় সুইস ব্যাংক কর্তৃপক্ষ তার কলম তুলতে নিষেধাজ্ঞা আরোপ করে।

মুসা বিন শমসেরও ওই কলম ছাড়া কিছুতেই ব্যাংকের চেক কিংবা অন্য কোনো কাগজপত্রে স্বাক্ষর করবেন না। ফলে সুইস ব্যাংকে তার লেনদেন অনিয়মিত হয়ে পড়ে। এ কারণে নোটিশের প্রায় ৯ মাস পর ২০০৯ সালের জানুয়ারি মাসে ব্যাংকে রক্ষিত তার সাত বিলিয়ন ডলারই জব্দ ঘোষণা করে সুইস ব্যাংক কর্তৃপক্ষ।

তার ব্যবসা ঘিরেও রয়েছে নানা রহস্য। এ পর্যন্ত মুসাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংবাদমাধ্যমে যত খবর এসেছে, তার প্রতিটিতে বলা হয়েছে, তার মূল ব্যবসা অস্ত্র। অস্ত্রের ব্যবসা কতটা বৈধ, কতটা অবৈধ- তা নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে। আর দেশে পরিচিত ব্যবসা বলতে জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ড্যাটকো। দেশে জনশক্তি রফতানিতে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয়, কিন্তু তার আয়-ব্যয়ের হিসাব কত?

সন্দেহজনক অর্থ-সম্পদ নিয়ে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে মুসা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করেছিলেন, তার কোনো অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত নয়। তিনি বলেছিলেন, ‘ধোলাইখাল থেকে পানি নিয়ে আটলান্টিক মহাসাগর গড়িনি আর বাংলাদেশ থেকে হুন্ডি করে বিদেশে এত টাকা জমানো সম্ভব নয়।’

তিনি ওই সময় সাংবাদিকদের বলেন, ‘পৃথিবীর ৪০টি দেশের সেনাবাহিনীর সঙ্গে আমার ব্যবসা। সেই সব দেশে যত বিল সেটল হয়েছে, তা সুইস ব্যাংকে ট্রান্সফার হয়েছে।’

সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক পর্যায়ে জনশক্তি রফতানিকারকদের মূল্যায়ন হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘রেমিটেন্সের কারণে আজ  দেশের এতো উন্নতি। অথচ জনশক্তি রফতানিকারকদের যথার্থ মূল্যায়ন হচ্ছে না। একটা চিংড়ি বিদেশে পাঠালে সোনার মেডেল দেওয়া হয়, কিন্তু যারা অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছেন, তারা কী পান?’

খোঁজ নিয়ে জানা গেছে, বিলাসী জীবনের অধিকারী প্রিন্স মুসার গুলশানের ৮৪ নম্বর রোডের বাড়িটি শান্তা হোল্ডিংস নামক একটি ডেভেলপার কোম্পানিকে দিয়েছেন বহুতল ভবন নির্মাণের জন্য। এর বিনিময়ে ওই কোম্পানির কাছ থেকে ২০ কোটি টাকা সাইনিং মানি নিয়েছেন মুসা বিন শমসের।

এ ব্যাপারে শান্তা হোল্ডিংসের মার্কেটিং ম্যানেজার সিরাজুল ইসলাম উজ্জলের সঙ্গে কথা বলে জানা যায়, বছর খানেক আগে মুসা বিন শমসেরের কাছ থেকে বহুতল ভবন নির্মাণের উদ্দেশে বাড়িটি নিয়েছে তাদের কোম্পানি।

মুসা বর্তমানে গুলশানের ১০৪ নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। বাড়িটিতে তার সঙ্গে দেখা করতে গেলে নিরাপত্তাকর্মী আব্দুল আলী ও হোল্ডিং ম্যানেজার মোশাররফ হোসেন জানান, তিনি (মুসা) অফিসে কখন আসেন ঠিক নাই।

ড্যাটকো কোম্পানির জিএম মো. মোর্শেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, স্যার এখন প্রতিদিনই অফিস করছেন। তিনি তার ব্যবসা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এ প্রতিবেদক দেখা করতে চাইলে তিনি বলেন, স্যার কিছুটা অসুস্থ, তাই কাউকে সাক্ষাত দিতে পারছেন না। অন্য একদিন আসেন।

ডেথ ফোবিয়ার বিষয়ে মো. মোর্শেদ বলেন, সুইস ব্যাংকে যখন টাকা আটকে গেল তখন থেকেই তিনি এই রোগে আক্রান্ত হন। আগের চেয়ে তিনি কিছুটা সুস্থ আছেন, চিকিৎসা চলছে।

দুদকের জিজ্ঞাসাবাদের সার্বিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি এখনও দুদকের অনুসন্ধানে রয়েছে, আমরাও আইনি প্রক্রিয়ায় এগুচ্ছি।

এদিকে আলোচিত অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসের অধ্যায়ের সমাপ্তির পথ খুঁজছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত তার দেওয়া তথ্যের সঙ্গে সম্পদের কোনো মিল পাওয়া যায়নি। তাই বর্তমান কমিশন চায় এসব বিষয়ে দ্রুত সমাধান হোক।

এদিকে, মুসার দেওয়া তথ্য ৮০ শতাংশ মিথ্যা বলে মনে করছে দুদক। কারণ, তিনি (মুসা) ১ লাখ কোটি টাকার মালিক দাবি করলেও এখন পর্যন্ত দুদক তার ১ হাজার কোটি টাকার বৈধ সম্পদও পায়নি।

প্রসঙ্গত, মুসা বিন শমসের তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে সুইস ব্যাংকে ১২শ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসাবে) রয়েছে বলে উল্লেখ করেছেন। কিন্তু এই টাকা অর্জনের পেছনে বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি।

প্রথমে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ছিল শাহবাজ ইন্টারন্যাশনাল, পরে নাম পাল্টে হয় ড্যাটকো।

১৯৫০ সালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজিকান্দা গ্রামে জন্ম নেওয়া মুসার আসল নাম আবু দাউদ মোহাম্মদ মুসা।





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।