

বৃহস্পতিবার ● ৪ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে পরকীয়ার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী সহ আহত-৬
লালমোহনে পরকীয়ার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী সহ আহত-৬
লালমোহন প্রতিনিধি:: লালমোহনে পরকীয়ার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী সহ ৬ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা গেছে, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে জাফরের সাথে পাশ্ববর্তী বাড়ির সানাউল্যার ছেলে শাহাবুদ্দিনের সাথে আত্মীয় ও বন্ধুত্বের সর্ম্পক রয়েছে। জাফর চট্টগ্রাম থাকার সুবাধে শাহাবুদ্দিন বন্ধুত্বের সুযোগ নিয়ে তাদের বাড়িতে আসা যাওয়া করতে গিয়ে জাফরের স্ত্রীর সাথে এক পর্যায়ে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেন বলে অভিযোগ করেন বাড়ির লোকজন। এবিষয়টি এলাকায় জানা জানি হলে জাফরের বাবা আবুল কাশেম শাহাবুদ্দিনকে তাদের বাড়িতে আসতে নিষেধ করেন এবং শাহাবুদ্দিনের সাথে কথার কাটাঁ কাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৮ টার দিকে শাহাবুদ্দিনের নেতৃত্বে রবিউল আলম, হোসেন, তানজিল সহ কয়েক জন মিলে আবুল কাশেমের বাড়িতে এসে এলাপাথাড়ি ভাবে হামলা চালায়। এতে আবুল কাশেম (৪৫), আরিফ ( ১৫), জাফর (২৫), শিরিনা (২০) অন্তঃসত্ত্বা খাদিজা (৩০) ও প্রতিপক্ষের বিলকিস (৩০) আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা ও লালমোহন সদর হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।