

বৃহস্পতিবার ● ৪ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বোরহানউদ্দিনে কবি নজরুল স্মৃতি পাঠাগারের উদ্ধোধন
বোরহানউদ্দিনে কবি নজরুল স্মৃতি পাঠাগারের উদ্ধোধন
বোরহানউদ্দিন প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিনের পৌর ৪ নং ওয়ার্ডে কবি নজরুল স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু হয়েছে। বুধবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে পৌর মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন, বিশিষ্ট সাংবাদিক কবি হাসান মাহমুদ, ও জাফরউল্লাহ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কবি হাওলাদার মাকসুদ।