শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
প্রথম পাতা » জাতীয় » গুলশানে হামলা: হত্যার আগে নিহত ৯ ইতালীয়দের শরীরে নির্যাতন
প্রথম পাতা » জাতীয় » গুলশানে হামলা: হত্যার আগে নিহত ৯ ইতালীয়দের শরীরে নির্যাতন
৪৫৩ বার পঠিত
শুক্রবার ● ৮ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলশানে হামলা: হত্যার আগে নিহত ৯ ইতালীয়দের শরীরে নির্যাতন

 ---

ঢাকা : গুলশানের হলি আর্টিজান বেকারিতে আটকা পড়া বিদেশি নাগরিকদের হত্যা করার আগে কয়েকজনকে নির্যাতন করা হয়েছিল বলে ইতালিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তে বেরিয়ে এসেছে।এক সপ্তাহ আগে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম সেই জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ২০ জন, যাদের মধ্যে নয়জনই ছিলেন ইতালির নাগরিক। তাদের মধ্যে সাতজনই তৈরি পোশাকের ব্যবসায় ছিলেন, বাংলাদেশে এসেছিলেন ব্যবসার কাজেই। গত মঙ্গলবার ওই নয়জনের মরদেহ ইতালিতে পৌঁছানোর পর দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। সে দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের গায়ে ছুরি দিয়ে পোচ দেওয়া হয়েছে, এতে তাদের মৃত্যু হয়েছে সময় নিয়ে। কারও কারও লাশ ছিল ক্ষতবিক্ষত। নিহত নয় ইতালীয়: নাদিয়া বেনেদিত্তো, ভিনসেনজো দ আলেস্ত্রো, ক্লদিও মারিয়া দান্তোনা, সিমোনা মন্টি, মারিয়া রিবোলি,আডেলে পুগলিসি, ক্লদিও চাপেলি, ক্রিস্টিয়ান রোসিস ও মারকো তোনডাট।এদের মধ্যে ভিনসেনজো দ আলেস্ত্রো এবং মারিয়া রিবোলি বাদে বাকিরা তৈরি পোশাক শিল্পে জড়িত ছিলেন। নিহতদের মধ্যে ইতালির নয়জন ছাড়াও জাপানের সাতজন, ভারতের একজন এবং তিনজন বাংলাদেশি। একদল অস্ত্রধারী তরুণ ১ জুলাই রাতে গুলশান ২ নম্বরের ওই ক্যাফেতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় ভেতরে।হামলার পর রাতেই আইএস এর দায় স্বীকার করে বলে সাইট ইন্টেলিজেন্স গ্র�প খবর দেয়। নিহত জিম্মিদের কয়েকজনের রক্তাক্ত ছবিও আইএস ইন্টারনেটে ছেড়ে দেয়। নিহতদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও ঢাকায় ময়নাতদন্তের পর চিকিৎসকরা বলেন, নিহত বিদেশিদের বেশিরভাগের মৃত্যু হয় ধারাল অস্ত্রের আঘাতে। ময়নাতদন্তকারী চিকিৎসক দলের প্রধান ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল মাহমুদ জানান, নিহত বিদেশিদের মধ্যে সাতজনের শরীরে আটটি বুলেট পাওয়া গেছে। তাদের মাথা ও ঘাড়ে কোপের চিহ্নও ছিল। গুলশানের জঙ্গি হামলায় জাপানের সাত নাগরিক হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে টোকিও। বাংলাদেশ সফররত দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা গতকাল রোববার একাধিক বৈঠকে বিয়োগান্ত ওই ঘটনার নেপথ্যে কী ছিল এবং ঠিক কখন সে দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে, তা জানতে চেয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সংবাদ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাংলাদেশে জাপানি নাগরিক হত্যায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। দুই নারীসহ সাতজন জাপানি নাগরিকের হত্যার ঘটনাকে তিনি ক্ষমার অযোগ্য অপরাধ ও লাগামহীন সন্ত্রাসবাদী তৎপরতা হিসেবে আখ্যায়িত করেন।এদিকে গুলশানের হামলায় ইতালির নয়জন নাগরিক প্রাণ হারানোয় মঙ্গলবার দেশটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ইতালির প্রেসিডেন্ট সের্জো মাতারেল্লা মেক্সিকো সফর সংক্ষিপ্ত করে রোমে ফিরেছেন।আর নিহত জাপানি নাগরিকদের মৃতদেহ ও তাঁদের পরিবারের সদস্যদের নিতে সে দেশের একটি বিশেষ বিমান ঢাকায় আসছে।গুলশানের জঙ্গি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বনেতাদের ক্ষোভ ও নিন্দা অব্যাহত রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শেখ হাসিনাকে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি লিখেছেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক ও ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়ান ইয়েনসেন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার মার্ক ক্লেটন ও কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে বিবৃতি দিয়েছেন।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ডেভিড ক্যামেরন বলেন, ওই হামলার ধরন ও ভয়াবহতা বাংলাদেশের জন্য অপ্রত্যাশিত। এ থেকে প্রমাণিত হয়, যেসব দেশ অসহিষ্ণুতা প্রত্যাখ্যানের পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে, জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সেসব দেশের জন্য হুমকি তৈরি করছে। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছেন। প্রয়োজন অনুযায়ী যেকোনো সহযোগিতা দেওয়ার কথাও বলেছেন।সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশকে সহযোগিতার জন্য তৈরি আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বারাক ওবামার এ অবস্থানের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানায়। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর বিষয়ে জানতে চাইলে জাপান দূতাবাসের কর্মকর্তা তাকাইউকি কাওয়াকামি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা ঢাকায় পৌঁছে সকালে গুলশানের হামলাস্থল ঘুরে দেখেছেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।তাকাইউকি কাওয়াকামি জানান, এসব বৈঠকে বর্তমান পরিস্থিতির ব্যাপারে জাপান সরকারের মনোভাব তুলে ধরা হয়েছে। ঘটনার উত্তরণে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করা হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসায় বৈঠকে জাপানের প্রতিনিধিদল তাদের নাগরিকদের কখন হত্যা করা হয়েছে, সময়ক্ষেপণ হয়েছে কি না, জানতে চায়। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনা শুরুর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই জঙ্গিরা লোকজনকে হত্যা করেছে। এরপর তারা বের হওয়ার পথ খুঁজেছে।অন্য এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ওই হামলার বিষয়ে খোঁজ নিতে জাপানের সন্ত্রাসবাদ দমন বিভাগের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ঢাকায় এসেছে। সেই সঙ্গে এসেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপৎকালীন সহায়তাবিষয়ক প্রতিনিধিদল। এ ছাড়া বাংলাদেশের আশপাশের দেশে কর্মরত জাপানি মিশন থেকেও কয়েকজন কর্মকর্তা ঢাকায় এসেছেন। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু মনে করছেন, গুলশানে বিদেশি নাগরিকদের নৃশংস হত্যার পর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ� হতে পারে। তাঁর মতে, গুলশানের এবারের জঙ্গি হামলাটি একেবারে নতুন মাত্রার এবং এ হামলা কূটনৈতিক এলাকার নিরাপত্তা নতুন করে ঢেলে সাজানোর বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। দৈনিক জাপান টাইমস-এর এক খবরে বলা হয়েছে, ঢাকার শুক্রবারের সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের উৎপাদনের ওপর নির্ভরশীল বেশ কিছু জাপানি প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাংলাদেশ পাঠানো স্থগিত করেছে। জাপানি ব্র্যান্ড ইউনিক্লোর কর্মীদের জুলাইয়ের শেষ পর্যন্ত ঢাকা সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাপানের নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা করপোরেশন গত বছরের জুনে ঢাকায় দপ্তর চালু করে। গুলশানের হামলার পর ১০ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের কর্মীদের বাংলাদেশ সফর করতে নিষেধ করা হয়েছে। মিতসুবিশি মোটরসসহ অন্য জাপানি প্রতিষ্ঠানগুলোও তাদের কর্মীদের বাংলাদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।বিবিসি বলেছে, বর্তমানে প্রায় ২৪০টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে।জাপানের দৈনিক আশাহি শিম্বুন-এর এক খবরে বলা হয়েছে, গুলশানের হামলার কারণে কোবেভিত্তিক অলাভজনক সাহায্য সংস্থা কানসাই বাংলাদেশ তাদের বাংলাদেশ সফর কিছু সময়ের জন্য স্থগিত করেছে। তিন দশক ধরে সংস্থাটি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ ও শিশুশিক্ষায় সহায়তা দিয়ে আসছে।এদিকে এনপিও নামের জাপানের একটি অলাভজনক সংস্থা গুলশানে হামলার পর বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকতে টোকিওর প্রতি আহ্বান জানিয়েছে। রয়টার্সের এক খবরে বলা হয়, সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ড এম গত রোববার এক বিবৃতিতে বাংলাদেশ সম্পর্কে বলেছে, �পোশাক তৈরির উৎস দেশ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তবে আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করব। গুলশানে যাঁরা হামলা করেছেন তাঁরা যে ঘটনার বেশ আগে থেকেই নিখোঁজ ছিলেন, তা এখন আমরা জানতে পারছি। আরও জানতে পারছি, এই ছেলেগুলো নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানা-পুলিশকে জানানো, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাহায্য চাওয়া, এমনকি অনেকে সরকারের নানা মহলে ছেলেকে ফিরে পেতে ধরনাও দিয়েছেন। চরম হতাশার বিষয় হচ্ছে, কারও কাছেই এসব পাত্তা পায়নি। গুলশানে চড়া মূল্য দেওয়ার পর র‍্যাবের মহাপরিচালকের তরফে কোনো পরিবারের সন্তান নিখোঁজ হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ আমরা শুনতে পেলাম। সামনে কেউ নিখোঁজ হলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে হয়তো বিষয়টি গুরুত্ব পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাঁরা এরই মধ্যে নিখোঁজ হয়ে আছেন, বা গুম হয়ে গেছেন, তাঁদের ব্যাপারে কী বিহিত হবে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তাঁদের খুঁজে বের করতে তৎপর হবে? আর এরা কি সবাই আইএসের আদর্শে বাড়ি ছেড়েছেন বা জঙ্গি হয়ে গেছেন? নাকি গুম বা নিখোঁজ হওয়ার আরও অনেক কারণও রয়েছে। নিখোঁজ বা গুম হয়ে আছেন এমন অনেক পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিখোঁজ লোকজনের ব্যাপারে কী হবে? আসলে বাংলাদেশে �নিখোঁজ� ও �গুম�-এর মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই তালগোল পাকিয়ে গেছে। কে কী কারণে নিখোঁজ বা গুম হয়ে যাচ্ছেন, তার কোনো সুরাহা যেমন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারছে না; তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেই এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমন একটি গোলমেলে পরিস্থিতির কারণেই যে গুলশান হামলায় জড়িত লোকজনের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাত্তা পায়নি, সেটা পরিষ্কার। গুলশান হামলার ঘটনা বাংলাদেশকে এক ভিন্ন পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে। নতুন হুমকি পাওয়া যাচ্ছে। তিন তরুণের ভিডিও এখন সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নতুন তিন তরুণের মুখে স্পষ্ট বাংলায় গুলশান হামলার প্রশংসাসহ আরও হামলার হুমকি আমরা শুনতে পেলাম। এ অবস্থায় সবকিছুই আমাদের ভিন্নভাবে ও নতুন করে ভাবতে হবে। নিখোঁজ বা গুম�এসব নিয়ে ধোঁয়াশা কাটাতে না পারলে জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবিলা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে।গুলশানের হামলায় নিহত হামলাকারী রোহান ইমতিয়াজের বাবা ইমতিয়াজ আহমেদ বাবুল বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর পরিবারের মতো বেশ কিছু উচ্চবিত্ত পরিবারের সন্তান নিখোঁজ রয়েছেন। তিনি এসব জেনেছেন নিজের নিখোঁজ সন্তানের খোঁজ নিতে গিয়ে। একজন নিখোঁজ সন্তানের বাবা খোঁজখবর নিতে গিয়ে যদি এসব তথ্য পেয়ে থাকেন, তবে আমাদের গোয়েন্দাদের তা অজানা থাকার কথা নয়। নানা গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক গুম-নিখোঁজের ভিড়ে তাঁদের কাছে হয়তো ২০-২৫ বছর বয়সী দৃশ্যত অরাজনৈতিক উচ্চবিত্ত পরিবারের এসব সন্তানের নিখোঁজের বিষয়গুলো গুরুত্ব পায়নি। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ডয়েচে ভেলের কাছে বলেছেন, গ্রাম ও শহর থেকে কত যুবক নিখোঁজ রয়েছে, তা আমরা জানি না৷ তবে পুলিশের কাছে অন্তত পঞ্চাশটির মতো অভিযোগ আছে৷ তিনি বলেছেন, এর বাইরেও অনেক পরিবার নানা ভয়ে পুলিশের কাছে যায়নি, ফলে প্রকৃত হিসাবটি আমরা জানি না।সামনে সম্ভাব্য যেকোনো বিপদ ঠেকাতে নিখোঁজদের খুঁজে বের করা এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। যে তিন নতুন মুখের দেখা আমরা পেলাম ভিডিও ভাষ্যে, তারা নিশ্চিতভাবেই পরিবারের কাছে  নিখোঁজ  হিসেবেই বিবেচিত হচ্ছেন। গুম ও নিখোঁজ-এর বিভ্রান্তি দূর করা তাই জরুরি, জরুরি সব নিখোঁজ-এর খোঁজ বের করা। বিভ্রান্তি ও তালগোল পাকানো পরিস্থিতিতে জঙ্গিবাদের বিপদ মোকাবিলা সত্যিই কঠিন কাজ।





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।