

বৃহস্পতিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » সাহিত্য পদক ২০১৬ পেলেন বোরহানউদ্দিনের তরুণ কবি ফারুক মীর
সাহিত্য পদক ২০১৬ পেলেন বোরহানউদ্দিনের তরুণ কবি ফারুক মীর
বোরহানউদ্দিন প্রতিনিধি: প্রাপ্তি সাহিত্য পদক ২০১৬ পেলেন বোরহানউদ্দিনের তরুণ কবি আহমেদ ফারুক মীর। একটি দিব্য দর্শন নামক গল্পের জন্য সেরা গল্পকার হিসেবে নিবাচিত হওয়ায় তাকে এ সম্মান জানানো হয়।
গত ১২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে ঢাকা এশিয়াটিক সোসাইটি অডিটরিয়ামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধমে তাকে এই সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে কবি হেলাল হাফিজ, নির্মলেন্দু গুন, অসীম সাহা, আবৃত্তিকার বদরুল আহসান খান সহ অনেক প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আহমেদ ফারুক মীর ভোলা জেলার বোরহানউদ্দিন কুতুবা মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগ হতে ২০০৪ সালে এস.এস.সি ও আব্দুল জব্বার কলেজ থেকে ২০০৬ সালে বাণিজ্যে বিভাগ থেকে এইচ.এস.সি পাস করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।