শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোলার সংবাদ
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বছরের আলোচিত ১০ আমলনামা
প্রথম পাতা » জাতীয় » বছরের আলোচিত ১০ আমলনামা
৫২৩ বার পঠিত
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বছরের আলোচিত ১০ আমলনামা

---ঢাকা: দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে পুরনো বছর ২০১৫। সামনে নতুন বছরের আবাহন। নানা কারণে পুরনো বছরটি স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। বাংলাদেশের জাতীয় জীবনেও ঘটেছে আলোচিত-সমালোচিত নানা ঘটনা। এ সব ঘটনায় সাধারণ মানুষের ভোগান্তি ও দুর্ভোগ বেড়েছে বৈ কমেনি। তারপরও বছর শেষে এসে মিলিয়ে দেখার পালা- কেমন ছিল সেই দিনগুলো। আসুন জেনে নিই আলোচিত-সমালোচিত ও স্মরণীয় ঘটনাগুলো।

টানা ৯২ দিনের হরতাল-অবরোধ

২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে দেশের গণতন্ত্রের জন্য কালো দিবস দাবি করে বিএনপি বর্ষপূর্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করে। কিন্তু ক্ষমতাসীন সরকার এ বছরের ৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখে। এদিন সন্ধ্যায় তিনি তার কার্যালয়ের গেটে দাঁড়িয়ে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।৬ জানুয়ারি থেকে টানা ৯২ দিন চলে এই কর্মসূচি।

লাগাতার কর্মসূচি ঘোষণা করলেও তাতে তেমন সম্পৃক্ততা ছিল না দলের উল্লেখযোগ্য কোনো কেন্দ্রীয় নেতার। ফলে সরকার পতনে রাজপথ কাঁপানোর প্রত্যয় ব্যক্ত করলেও শীর্ষস্থানীয় নেতাদের অনুপস্থিতির কারণে বিএনপির এ আন্দোলন ছিল নিষ্ক্রিয়। অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল বিএনপির এ কর্মসূচি। তার ওপর ভর করেই মূলত সারাদেশে প্রায় ৯২ দিন চলে বিএনপি নেতৃত্বহীন লাগাতার অবরোধ-হরতাল কর্মসূচি।

এদিকে ২০ দলীয় জোটের লাগাতার ৯২ দিনের হরতাল-অবরোধে সারাদেশে পেট্রলবোমা, আগুন, ককটেল, গুলি, হামলা-পাল্টাহামলার ঘটনায় ঝরেছে ১৩৭ প্রাণ। ভেঙে গেছে এসব পরিবারের স্বপ্ন। তথ্য মতে, বিএনপি জোটের টানা ৯২ দিনের অবরোধ ও হরতালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৩৭ জন। এরমধ্যে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে ৪৮টি। নিহত ১৩৭ জনের মধ্যে ৪১ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে। বাকি ৯৫ জনই সাধারণ মানুষ।

বিরল সেই  মুহূর্ত এলো না!

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে মা বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে ২৫ জানুয়ারি রাত ৮টা ৩৬ মিনিটে গুলশান কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ফটক থেকে ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়। কেউ কেউ বলেন এ যেন হয়েও হলো না।

সেইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর জন্য গুলশান কার্যালয়ে ছিল না খালেদা জিয়ার কোনো উপদেষ্টা বা ব্যক্তিগত কোনো কর্মকর্তা। প্রায় ৫-৬ মিনিট অপেক্ষা করে ফিরে আসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার পর তার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এভাবে দরজা বন্ধ করে রাখা ভদ্রজনোচিত নয়। কারণ প্রধানমন্ত্রী একজন মা হিসেবে সমবেদনা জানাতে এসেছিলেন। এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। কিন্তু দুঃখের বিষয় গেট খোলা হয়নি।’

তবে সে সময় খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয় গেটে এসেছেন এটা শুনে তিনি দৌড়ে ফটকের কাছে আসেন কিন্তু এসে দেখেন প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেছেন।’

মানবতাবিরোধী অপরাধে তিন ফাঁসি কার্যকর 

২০১৫ সালের এপ্রিলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম ফাঁসি কার্যকর করা হয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের। এরপর একই বছরের নভেম্বর মাসের একই দিনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের।

কামারুজ্জামানের ফাঁসি : ২০১৫ সালের ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিট। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কামারুজ্জামানের করা নৃশংসতাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নাৎসি বাহিনীর পাশবিকতার সঙ্গে তুলনা করেন আদালত।

সাকা-মুজাহিদের ফাঁসি : ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের।

সিটি নির্বাচন : বিএনপির যোগদান-বর্জন

বিএনপির নেতৃত্বে যখন সারাদেশে জাতীয় নির্বাচনের দাবিতে লাগাতার হরতাল-অবরোধ চলছে তার মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) থেকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নগরীতে এলো নির্বাচনের ঘোষণা। ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন।

সেই নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রায় সব কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জন করে বিএনপি। ওইদিন সকালবেলায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকলেও কয়েক ঘণ্টা পর সে চিত্র আর থাকেনি।

ভোটগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রগুলো দখল করা শুরু হলে ভোটকেন্দ্রগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। সে সময় ঠাঁয় বসে থাকেন নির্বাচন কর্মকর্তারা। তার সঙ্গে চলে ব্যালট পেপারে সিল মারা। এ ছাড়া সিটি নির্বাচনে ঢাকায় পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি জাল ভোটে অংশ নেওয়ারও অভিযোগ উঠে।

পরবর্তীতে দুপুর ১২ টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘এটা কোনো নির্বাচন হয়নি। এটাকে কোনোভাবে নির্বাচন বলা যায় না। ভোটবিহীন এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। এই নির্বাচন আমরা বর্জন করেছি।’

তিনি বলেন, ‘এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) বড় পরাজয় হয়েছে।’

ফলাফল : চট্টগ্রামে মেয়র হিসেবে নির্বাচিত হন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাসিরউদ্দিন। ঢাকা উত্তরে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক ও দক্ষিণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।

ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ড

চলতি বছরের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল ব্লগার হত্যাকাণ্ড। বছরটিতে বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত বিভিন্ন জঙ্গি সংগঠনের মূল টার্গেট ছিল মুক্তমনা ব্লগার, লেখক-প্রকাশক। রাজধানী ঢাকা ও সিলেটে একাধিক ব্লগারকে হত্যা করা হলেও এসবের কোনো কূলকিনারা করতে পারেনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা।

অভিজিৎ রায় : ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে (শিক্ষক-ছাত্র কেন্দ্র) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ রায়কে। যার দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম।

ওয়াশিকুর রহমান : ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ওয়াশিকুর রহমানকে।

অনন্ত বিজয় : চলতি বছরের ১২ মে সিলেটে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাস।

নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় : সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস প্রকাশ্যে রাস্তায় খুন হওয়ার পর তিন মাস না পেরোতেই গত ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে বাসায় ঢুকে হত্যা করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে, যিনি গণজাগরণ মঞ্চের আন্দোলনেও যুক্ত ছিলেন।

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন : ২০১৫ সালের ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর আজিজ সুপার মার্কেটে নিজ দোকানে খুন হন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন। এ ঘটনায় দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম।

বিদেশি হত্যাকাণ্ড

চলতি বছরের ব্লগার হত্যাকাণ্ড যেমন ছিল আলোচনায় তেমনি ছিল বিদেশি নাগরিক হত্যাও। বছরটিতে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে দুর্বৃত্তরা হত্যা করেছে।

ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা : চলতি বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ইতালীয় নাগরিক সিজার তাভেল্লা (৫১)। এ ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- দুই তরুণ গুলি ছুড়ে অপেক্ষামাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালিয়ে গেছে। সিজার নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা আইসিসিও কো-অপারেশন প্রুফসের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

এদিকে এ ঘটনার এক মাস পর গত ২৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইতালির নাগরিক সিজার তাভেল্লা হত্যাকাণ্ডের নির্দেশদাতা বিএনপি নেতা ঢাকার সাবেক কমিশনার এম এ কাইয়ুম। বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় এম এ কাইয়ুম জড়িত থাকতে পারে।

বর্তমানে এম এ কাইয়ুম দেশের বাইরে রয়েছেন। তবে এ ঘটনায় বেনাপোল সীমান্ত থেকে তার ছোট ভাই এমএ মতিনকে আটক করেছে পুলিশ। ইতোমধ্যে তাকে বেশ কয়েকবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

জাপানি নাগরিক কুনিও হোশি : ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে আলুটারি গ্রামে রিকশায় চড়ে যাওয়ার সময় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী কুনিও হোশি।

এ ঘটনায় দায় স্বীকার করে গত ১৪ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জেএমবির সামরিক শাখার নেতা এছাহাক আলী।

রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিউল ইসলামের আদালতে সোমবার রাতে জবানবন্দি দেন তিনি। পরে তাকে কঠোর নিরাপত্তায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া গত ৫ নভেম্বর ঢাকার উত্তরায় তাইওয়ান দম্পতির বাসায় ঢুকে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

তাজিয়া মিছিলে হামলা

রাজধানীর পুরান ঢাকায় গত ২৪ অক্টোবর হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা। তাজিয়া মিছিলের সংগঠকদের একজন এম. এম. ফিরোজ হোসাইন বলেন, ‘আমরা শিয়া মুসলিমরা ৪০০ বছর ধরে ঢাকায় এই তাজিয়া মিছিলের আয়োজন করে আসছি। কখনও আমরা কোনো ধরনের হুমকি পাইনি এবং কখনও আমাদের ওপর কোন হামলাও হয়নি।’

এ ঘটনায় সাসজুম (২৮) নামে এক যুবক নিহত হন। এছাড়া এ বোমা হামলায় কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। এ ঘটনায় রাজনৈতিকভাবে জামায়াত শিবিরের দিকে ইঙ্গিত করা হলেও জঙ্গি সংশ্লিষ্টতাকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিবি পুলিশ।

শিশু রাজন ও রাকিব হত্যাকাণ্ড 

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে এ ঘটনার মাস না পেরোতেই গত ৩ আগস্ট খুলনার টুটপাড়া কবরখানা মোড়ে এক ওয়ার্কশপে মোটরসাইকেলে হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় ১২ বছরের শিশু রাকিব হাওলাদারকে।

যার পরিপেক্ষিতে গত ৮ নভেম্বর রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্যদিকে রাকিব হত্যা মামলার রায়ে ৩ আসামির মধ্যে ওমর শরিফ ও মিন্টু খানকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপর আসামি শরিফের মা বিউটি বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

ছিটমহলে উড়ল পতাকা

চলতি বছরের ২০ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক নতুন পালক যুক্ত হল। দীর্ঘ ৬৮ বছর পর ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মূল ভূখণ্ডের অংশ হয়ে গেছে ছিটগুলো। এতে পূর্ণ নাগরিকের পর্যাদা পেল ৫০ হাজার মানুষ। বাংলাদেশের ভূখণ্ডে মিশেছে ১১১ ছিট আর ভারতে গেছে ৫১টি।

যা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অন্যতম সফলতা হিসেবে ইতিহাসে স্বর্ণাকারে লেখা থাকবে।

বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি 

২০১৫ সালের আলোচিত-সমালোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি বিষয়- বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি। বিশিষ্ট নাগরিকদের মধ্যে মন্ত্রী, এমপি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য, মেয়র, লেখক, আইনজীবী, বিচারপতি, রাজনীতিবিদ, পেশাজীবী, কবি ও সাহিত্যিকরা রয়েছেন।

আর বেশিরভাগ হুমকি এসেছে ফেসবুক, ই-মেইল, মোবাইল আবার কখনো বা চিঠিতে। অনেকে হত্যার হুমকির কারণে থানায় করেছেন সাধারণ ডায়েরি (জিডি)। এর মধ্যে কয়েকজন হুমকিদাতাকে সনাক্ত করা গেলেও অধিকাংশই রয়ে গেছে আড়ালে।

হুমকি পাওয়া বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ইকবালুর রহিম এমটি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

এ ছাড়া হুমকি পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। হত্যার হুমকি থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।