শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ১৬ ডিসেম্বর থেকে সিম নিবন্ধন বাধ্যতামূলক
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ১৬ ডিসেম্বর থেকে সিম নিবন্ধন বাধ্যতামূলক
৫৮৩ বার পঠিত
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৬ ডিসেম্বর থেকে সিম নিবন্ধন বাধ্যতামূলক

 ---

ঢাকা• বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া পহেলা নভেম্বর থেকে শুরু হবে। কিন্তু ১৬ ডিসেম্বর থেকে বাধ্যতামূলকভাবে সিম পুনঃ নিবন্ধন করতে হবে। দেশের সকল অপারেটরদের গ্রাহকদের সিম পুনঃ নিবন্ধন না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে বলে জানিয়েছেন দ্য অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব)সেক্রেটারি জেনারেল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা টি.আই. এম নুরুল কবীর।বুধবার রাজধানীর গুলশানের অ্যামটবের কার্যালয়ে অ্যামটেবের সদস্য টেলিকম অপারেটরদের প্রতিনিধিদের উপস্থিতিতে এমন তথ্য তুলে ধরা হয়। নুরুল কবীর বলেন, দেশের মোবাইল ফোনের সিম নিবন্ধন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য সরকারের সঙ্গে একযোগের কাজ করছে (অ্যামটব)। জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে ভেরিফেকেশন করে বায়োমেট্রিকের মাধ্যমে সিম নিবন্ধন করার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে সংগঠনটি।নুরুল কবির আরও বলেন, সিম নিবন্ধনের জন্য জাতীয় ডাটাবেজের জাতীয় পরিচয় পত্রের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ এতদিন ছিল না। ফলে অপারেটরগুলো গ্রাহকদের দেয়া জাতীয় পরিচয় পত্রের তথ্যের সত্যতা যাচাই করার সুযোগ পায়নি। এর আগে ২০০৮ সালে সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয়া হলেও তথ্য যাচাইয়ের কোনো সুযোগ না থাকায় সেই উদ্যোগ সফল হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ সেপ্টেম্বর থেকে অপারেটরদের সিম রেজিস্ট্রেশন তথ্যের সঙ্গে এনআইডি ডাটাবেজের তথ্য মিলিয়ে দেখে বৈধভাবে নিবন্ধিত সিম কার্ড যাচাইয়ের জন্য অপারেটর এবং সরকার সমন্নিত ভাবে কাজ করছে। নুরুল কবির জানান, অতীতে সিম নিবন্ধনের জন্য জাতীয় পরিচয় পত্রের পাশাপাশি অন্যান্য পরিচয় পত্র দিয়েও সিম নিবন্ধন করা যেতো। জাতীয় পরিচয় পত্র বিহীন নিবন্ধিত সিমগুলো পুনরায় নিবন্ধন করতে হবে। এজন্য অপারেটররা গ্রাহকদের বার্তা পাঠাবে। তারা ঘরে বসেই জানতে পারবেন তার সিমটি জাতীয় পরিচয় পত্র দিয়ে দিয়ে যথাযথ নিবন্ধন হয়েছে কিনা। নিবন্ধন না হলে কিভাবে নিবন্ধন করতে হবে সেটাও জানিয়ে দেয়া হবে। তবে এজন্য ধরা বাধা কোনো সময় নেই বলেও সংবাদ সম্মেলনে জানান নুরুল কবীর। তবে অপারেটরগুলো খুব দ্রুত সিম পুনঃনিবন্ধনের কাজটি সম্পন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। দেশে যত্রযত্র সিম বিক্রি বন্ধের কোনো উদ্যোগ অপারেটরদের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল কবীর জানান, যত্রতত্র সিম বিক্রি বন্ধে অপারেটরগুলো উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের অপারেটরদের নির্ধারিত আউটলেটের মাধ্যমে সিম কেনার জন্য তাদেরকে উৎসাহিত করা হচ্ছে।মোবাইল সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়ায় প্রথমপর্যায়ে গ্রাহকরা ৬ মাস সময় পাবেন অনিবন্ধিত সিম সহসাই বন্ধ হওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। নুরুল কবির বলেন, আগামী এক নভেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সব অপারেটরদের পরীক্ষামূলকভাবে সিম পুনঃনিবন্ধন শুরু আর এ কাজ আনুষ্ঠানিকভাবে আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রাথমিকভাবে ৬ মাস এ কার্যক্রম চলবে।দেশের প্রায় ১৩ কোটি সিমের সবই এ প্রক্রিয়ার মধ্যে আসতে হবে এ কথা জানিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত সব সিম পুনঃনিবন্ধন না হয়, ততদিন এ প্রক্রিয়া চলমান থাকবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাবে নুরুল কবির বলেন, অনিবন্ধিত সিম অবশ্যই একপর্যায়ে বন্ধ হয়ে যাবে তবে কবে নাগাদ তা করা হবে, তা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, ডাক ও টেলিযোগযোগ বিভাগ এবং অপারেটররা ঠিক করবে। নির্দিষ্ট সময় পর অনিবন্ধিত সিম বন্ধ হয়ে গেলেও সেই গ্রাহক তার সঠিক তথ্য দিয়ে আবার সিম চালু করার সুযোগ পাবেন বলে জানান তিনি।ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এ নির্দেশনা জারি করে সরকার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।