

শনিবার ● ১৬ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর » দক্ষিণ আইচায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দক্ষিণ আইচায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দক্ষিণ আইচা প্রতিনিধি: ভোলার দক্ষিণ আইচায় পানিতে ডুবে শোহানা (৫) ও ফাতেমা ( ৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে চরমানিকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে।
মো. ফজলুর এর মেয়ে শোহানা ও ভাগ্নি জামাই মো.মতিন এর মেয়ে ফাতেমা। তারা সম্পর্কে দুইজন আপন খাল-বোনঝি।
এ-ই ঘটনায় ও-ই এলাকায় শোকের মাতম চলছে।
জানা গেছে, সকালে জহিরুল হক পাটোয়ারী বাড়ির নানা শরিফের ঘরের পাশে দুই খালা-বোনঝি খেলাধুলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজি পর পুকুর থেকে তাদের ভাসমান উদ্ধার করে। পরে স্থানীয়রা তাদের চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ আইচা থানার (ওসি) মো.শাখাওয়াত হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।