

রবিবার ● ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর » দক্ষিণ আইচায় গাঁজাসহ গ্রেফতার ৪
দক্ষিণ আইচায় গাঁজাসহ গ্রেফতার ৪
দক্ষিণ আইচা প্রতিনিধি: ভোলার দক্ষিণ আইচা মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরমানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটক তরা হলেন, একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. হাসান (৩০), মো.আবুল বশার এর ছেলে জিসান (২১) ও মো. রাব্বি (২৩) হাসান হাওলাদার এর স্ত্রী রিনা বেগম (২৫)। এসময় রিনা বেগমের বাসা থেকে ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা একই এলাকার স্থায়ী বাসিন্দা।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং (০৩ )। তারিখ ১৬/১/২০২২ইং