

রবিবার ● ২৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » মনপুরায় এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মনপুরায় এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মনপরা প্রতিনিধি: মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের শিক্ষক ও অধ্যয়নরত ছাত্রীদের যৌথ উদ্যোগে এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ হল রুমে এই বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এম মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ তৈয়বুর রহমান ফারুক। হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ। মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক (কৃষিশিক্ষা) মোঃ মাহবুবুল আলম শাহীন সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজির হাট এতিম খানা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. মোঃ মফিজুল ইসলাম, প্রভাষক শ্যাম জলধর দে, দ্বাদশ শ্রেনীর বিদায়ী ছাত্রী সীমা রানী সাহা, একাদশ শ্রেনীর ছাত্রী পান্না বেগম। এই সময় কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুক, মোঃ ছালাহউদ্দিন, আব্দুল হান্নান, প্রভাষক জুড়ান চন্দ্র মজুমদার, মোঃ ছাইফুল্লাহ, আবুল বাশার, মিনারা বেগম, মোঃ অহিদুর রহমান, হৃদয় চন্দ্র দাস, তাপস চ্যাটার্জী, কানু লাল দে, উৎপল মন্ডল, মোঃ শরিফ, প্রিথিরাজ চন্দ্র দাস, আব্দুর রহিম, সহকারী লাইব্রেরিয়ান মোঃ সীমান্ত হেলাল, বিপিএড মোঃ ছালেহউদ্দিনসহ কলেজের সকল কর্মচারী ও অধ্যয়নরত ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য এছাড়াও একই দিনে মনপুরা সরকারী ডিগ্রী কলেজ ও সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের এইচ এসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
-ছালাহ/রাজ