

শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » দৌলতখান লঞ্চঘাটের পুন্টন থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নাম মুছে দেওয়া হয়েছে
দৌলতখান লঞ্চঘাটের পুন্টন থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নাম মুছে দেওয়া হয়েছে
ভোলার দৌলতখান লঞ্চঘাটের পুন্টন থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নাম মুছে দেওয়া হয়েছে । ভোলাবাসীর গর্ব বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, দৌলতখান লঞ্চ ঘাটের নাম ছিল “শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট” অথচ দৌলতখান লঞ্চ টার্মিনাল সংস্কার করার পর তার নামটি নেই, পুন্টন থেকে এই বীরের নামটি মুছে দেওয়া হয়েছে !! বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মস্থান দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নে।
কিছুদিন পূর্বে লঞ্চ টার্মিনাল সংস্কার করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামটি লেখা হলো না এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর নামটি লেখা হয়।
(রাকিব হাসান নামের এক জনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া)