

রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » চরফ্যাশনে এড.মিঠুর দাফন সম্পন্ন, শোক
চরফ্যাশনে এড.মিঠুর দাফন সম্পন্ন, শোক
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দুলারহাটের থানার নীলকমল ইউনিয়নের কৃতি সন্তান ঢাকার বার সমিতির সদস্য, আইনজীবি ও সাংবাদিক মনির হাসান মিঠুর (৩২) মৃত্যু হয়েছে ( ইন্নালিল্লাহ..রাজিউন)। শনিবার সকাল ৯টায় ঢাকার পিজি হাসপাতালে আইসিওতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ বছরের একমাত্র কন্যা সন্তান ও ৫ ভাই-বোন রেখে যান।এক সাপ্তাহ যাবৎ চিকনগুনিয়া ও কিডনি সম্পর্কিত রোগে আক্রান্ত ছিলেন।
রবিবার বেলা ১১ টায় দুলারহাট ঈদগাঁও মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এই সময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবি সমিতির সভাপতি ওবায়েদুর রহমান শাহাজান, চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি এড. আমিনুল ইসলাম সরমান, নীলকমল ইউপির চেয়ারম্যান আলগীর হোসেন হাওলাদার, নুরাবাদ ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ সম্পাদক শাহাবুদ্দিন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলগীর মালতিয়া, যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল।
সে ঢাকার জজকোর্ট ও হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। ঢাকা যুবদলের মহানগর সহ-সম্পাদক ও চরফ্যাশন উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা প্রেস ক্লাবের সদস্য ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় আইনজীবি ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও ভোলা- ৪ (চরফ্যাশন-মনপুরা)আসনের বিএনপি‘র সম্ভাব্য প্রার্থী এড.ছিদ্দিক উল্যাহ মিয়া শোক প্রকাশ করেছেন।
-এমএএইচ/এফএইচ