

রবিবার ● ১ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » জাতীয় » আগামী ৭ এপ্রিল দুলারহাট থানার ভিত্তিপ্রস্তর স্থাপন
আগামী ৭ এপ্রিল দুলারহাট থানার ভিত্তিপ্রস্তর স্থাপন
দুলারহাট প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার নবগঠিত ‘দুলার হাট’থানার শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আগামী ৭ এপ্রিল শনিবার হেলিক্যাপ্টার যোগে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণের পর দুলারহাট থানার ভিত্তি প্রস্তুর স্থাপন এবং নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজের শুভ উদ্বোধন করিবেন। এসময় সাথে থাকবেন পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
পরে নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজের মাঠে নুরাবাদ, নীলকমল, মুজিবনগর, ওসমানগঞ্জ, আবদুল্লাহপুর ইউনিয়নের সকল নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্য এক বিশাল গণসংবর্ধনায় ভাষণ প্রদান করবেন দু’মন্ত্রী।
উল্লেখ্য, চরফ্যাসন উপজেলাকে বিভক্ত করে থানায় রুপান্তরিত হচ্ছে দুলারহাট । গত (২০ নভেম্বর) সোমবার ঢাকায় মন্ত্রী পরিষদ বিভাগ প্রশাসনিক পুনর্বিনাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে চরফ্যাসন উপজেলাকে বিভক্ত করে ‘দুলার হাট’ থানা অনুমোদনের স্থানীয় এমপি পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সন্ত্রীক কে চরফ্যাশনের পশ্চিমাঞ্চলের জনসাধারণ গত ৪ জানুয়ারী গণসংবর্ধনায় ও ভালোবাসায় সিক্ত করেন।
নুরাবাদ ইউনিয়নের আ‘লীগের আহবায়ক সাহাবুদ্দিন মাস্টার বলেন, সকল নেতাকর্মী ও জনসাধারণের মাঝে মন্ত্রীদের বরণ করবার জন্য আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। তিনি বিএনপি, জামাত, জাতিয়পার্টির সমর্থকদের সংবর্ধনায় মহান নেতাদের বরন করার জন্য উদাত্ত্ব আহবান জানিয়েছেন। চরফ্যাসন উপজেলার মানচিত্রে শশীভুষণ ও দক্ষীণ আইচা দুটি নতুন থানার পর ৩য় নতুন আরেকটি থানা দুলার হাট ভিত্তি প্রস্তর মাননীয় স্বররাষ্ট্র মন্ত্রীর আরেকটি মাইলফলক।
-একেএমজি/এফএইচ