শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোলার সংবাদ
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ভোলার সাত উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
প্রথম পাতা » জাতীয় » ভোলার সাত উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
৪৭৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলার সাত উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

---
ডেস্ক: ভোলা জেলা ও উপজেলার প্রশাসনের আয়োজেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জেলা ও উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

ভোলা:দিবসটি উপলক্ষ্যে জেলা লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর জীবনের উপর সংক্ষিপ্ত আলোচান, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা দুস্থ্যদের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ।

জেলা আওয়ামীলীগ: শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামীল কার্যলয় থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যলয় গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ভোলা জেলা লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সহ-সভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ, এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আলীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমূখ।

র‌্যালিতে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা লীগ, জেলা আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম, পুলিশ সুপার মোকতার হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, সিভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, পরিচার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বোরহানউদ্দিন: বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন উপজেলা লীগের আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষ্যে দোয়া মোনাজাতের আয়োজন করেন উপজেলা প্রশাসন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটামারা পীর সাহেব আলহাজ্ব মাওলানা মো: মহিবুল্লাহ। সকাল ১০.১৫ মিনিটে পৌর ভবনে সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ভোলা- আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: : কুদ্দূস, উপজেলা লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, লীগ নেতা আলহাজ্ব জাফর উল্লাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ, বোরহানউদ্দিন থানা ইন-চার্জ মো: শহিদুল ইসলাম, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া আব্দুল জব্বার কলেজ সংলগ্ন অডিটোরিয়ামে অত্র প্রতিষ্ঠানের আয়োজনে শোক দিবস অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম গজনবী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বঙ্গবন্ধু জীবনী নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। এছাড়া ভোলা পলিটেকনিক কলেজ, বোরহানউদ্দিন মহিলা কলেজ, বোরহানউদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি গুরুত্বসহ যথাযথ ভাবে পালন করেন। দিবসটি উপলক্ষ্যে সকল মসজিদে দোয়া কাঙ্গালি ভোজের আয়োজন করেন উপজেলা লীগ।

দৌলতখান: জাতীয় শোক দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মঞ্জুরুল আলম খানসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তজুমদ্দিন: তজুমদ্দিনে যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। শোক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আনসার ভিডিপি, তজুমদ্দিন ডিগ্রী কলেজ, সরকারী বালক-বালিকা মাধ্যমিক বিদ্যালয়, চাঁদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ২৮নং চাঁদপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।  

লালমোহন: সকাল ১০ টায় লালমোহন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের এমপি শাওন আরো বলেন, জিয়া মুক্তিযুদ্ধে চট্টগ্রামে পাকবাহিনীর যুদ্ধ জাহাজের অ¯্র খালাসের কাজে নিয়োজিত ছিলেন। ৭৫ এর পট পরিবর্তনের পরে একটি ষড়যন্ত্রমূলক প্রহসনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে এই জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী অপশক্তি এবং জাতির জনকের হত্যাকারী কালোশক্তিকে দেশে বিদেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ দিয়ে পুরুস্কৃত করেছেন। জিয়াদর্শের অনুসারীরাই আজও বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকাকে ভোট দিয়ে আপনারা সকল ষড়যন্ত্রের উচিত জবাব দিবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, সরকারী শাহবাজপুর কলেজের অধ্যক্ষ আশীষ কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সন্তোষ কুমার সরকার, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, লালমোহন পৌরসভা কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীরেজা মিয়া, লালমোহন সার্কেলের সিনিয়র এএসপি এস.এম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ¦ সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ। উল্লেখ্য,লালমোহনে বেদনাবিধূর অনুষ্ঠানমালা, শোক র‌্যালী, শোক দিবসে শিশু কিশোর প্রতিযোগিতা ও স্মরণসভা, কাঙ্গালী ভোজ, দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ৪২ তম জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।

চরফ্যাশন: চরফ্যাশনে যথাযথ মর্যাদার সাথে বাংলাদেশের স্থপতি রুপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শোক র‌্যালী আলোচনা সভা। উপজেলা প্রশাসক উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজীত শোক র‌্যালীতে ভোলা- আসনের সাংসদ, পরিবেশ বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।

মনপুরা: উপজেলা প্রশাসন সরকারী কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি উপজেলা আ’লীগ দিবসটি যথাযোগ্য মর্যাদায় শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, হাজির হাট এতিমখানা ও হেফজ খানায় কোরআন খতম, হাজির হাট বাজার মার্কাস মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করেন। শোক র‌্যালী, দোয়া মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, আ’লীগ সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক, আঃ লতিফ ভূইয়া, শিপন চৌধুরী, তৈয়বুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, অলিউল্যাহ কাজল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর। উপজেলা যুবলীগ সহ-সভাপতি নিজামউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর, সাধারণ সম্পাদক মোঃ সুমন ফরাজী, শ্রমিকলীগ আহবায়ক আবুয়াল হোসেন আবু মেম্বার, মৎস্য জীবীলীগ আহবায়ক আবুল কাশেম মেম্বার, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চণ সিকদার। এসময় উপজেলা ও সকল ইউনিয়ন আ’লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এছাড়াও মনোয়ারা বেগম মহিলা কলেজে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী কলেজ হলরুমে কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে পালন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব কার্যালয়ে জাতীয় শোকদিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

-এইচএমএন/এমএসএইচ/আরএস/এসইউ/এফএইচ





জাতীয় এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্বশুর-জামাইসহ নিহত-৩
ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪ ভোলায় বাস ও অটোরিকশা সংঘর্ষে দুই কলেজ ছাত্রীসহ নিহত ৪
ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ ভোলা-বরিশাল রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ, এমভি আওলাদ লঞ্চে ভাংচুরের অভিযোগ
ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৪, নৌযান চলাচল শুরু
ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত ভোলায় সিত্রাংয়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত, ৭ নম্বর সংকেত, নৌযান চলাচল বন্ধ, বিদ্যুৎ বিছিন্ন,৭৪৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।