শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চাকরির খবর » প্রেসিডেন্ট কন্যা ‘কাজ’ করছে রেস্তোরাঁয়!
প্রথম পাতা » চাকরির খবর » প্রেসিডেন্ট কন্যা ‘কাজ’ করছে রেস্তোরাঁয়!
৫৪৫ বার পঠিত
শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেসিডেন্ট কন্যা ‘কাজ’ করছে রেস্তোরাঁয়!

 ---

বিবিসি: শুনতে একটু অন্য রকম মনে হলেও ব্যাপারটি সত্যি। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে এখন রেস্তোরাঁর কর্মী! ওবামার ১৫ বছর বয়সী ছোট মেয়ে সাশা কাজ করছে ম্যাসাচুসেটসের মার্থা ভিনিয়ার্ডের একটি রেস্তোরাঁর নাম ন্যান্সি। সামুদ্রিক খাবার আর মিল্কশেকের জন্য বিখ্যাত ওই রেস্তোরাঁটিতে কাজ করার কারণ হলো নিজেকে একটু স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার অভ্যাস তৈরি করা।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এমনটাই বলা হয়েছে।

 দ্য বোস্টন হেরাল্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, সাশা সাধারণ একজন কর্মীর মতো ওই রেস্তোরাঁয় কাজ করছে। তার নিরাপত্তায় সেখানে সব সময় থাকছেন ছয়জন গোয়েন্দা কর্মকর্তা। তবে মজার ব্যাপার হচ্ছে, সাশার সহকর্মীরা প্রথমে তাকে চিনতে পারেনি। কারণ, সে তার নাম বলেছে নাতাশা। তবে এই ছয়জন বহিরাগত ব্যক্তির ব্যাপারে নাখোশ থাকলেও সাশার পরিচয় জানার পর সব সহকর্মী তো হতবাক। অবশ্য তার এই ‘চাকরি’ বেশি দীর্ঘ হচ্ছে না। দিনে চার ঘণ্টা সেখানে কাজ করেছে সাশা।

 একটি ছবিতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টের ছোট মেয়ে ওই রেস্তোরাঁর পোশাক নীল টি-শার্ট ও টুপি পরে কাজ করছে। সাশার এক সহকর্মী মার্কিন একটি গণমাধ্যমকে বলেন, ‘তার (সাশা) কাজে আমরা খুশি। আমরা প্রথমে বুঝতে পারিনি। আমরা প্রথমে অবাক হয়েছিলাম কেন তার জন্য ছয়জন গোয়েন্দা কর্মকর্তা আছেন। পরে আমরা বুঝতে পারি যে সে কে।’

কিছু সময় কাউন্টার সামলানোর পর ওই রেস্তোরাঁয় সাশার কাজ হলো টেবিলের পাশে দাঁড়িয়ে ক্রেতাদের অর্ডার নেওয়া এবং মধ্যাহ্নভোজের প্রস্তুতির জন্য অন্যদের সাহায্য করা। তার নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা গোয়েন্দা দল রেস্তোরাঁর বাইরে একটি বড় গাড়িতে অপেক্ষা করে অথবা যখন পর্যটকদের খাবার সরবরাহ করে, তখন তার বেঞ্চের পাশেই তাঁদের দেখা যায়।

 তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে মার্কিন গণমাধ্যমের ওই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা অতীতে যেভাবে তাঁর সন্তানদের ব্যাপারে কথা বলেছেন এবং বিভিন্ন সময়ে যা দেখা গেছে, তাতে এ ব্যাপারটি অনেকটা স্বাভাবিকই মনে হচ্ছে।

সাশার ১৫ বছরের জীবনের প্রায় আট বছর কেটেছে হোয়াইট হাউসে কড়া নিরাপত্তার মধ্যে। বাবার প্রেসিডেন্টের দুইবারের মেয়াদ শেষ হওয়ায় আগামী জানুয়ারিতেই ছাড়তে হবে হোয়াইট হাউস। তাই গ্রীষ্মের ছুটিতে নিজের মতো সময় কাটাতেই এ কাজ করছে প্রেসিডেন্টের কন্যা।

ম্যাসাচুসেটসের ওই রেস্তোরাঁটি বারাক ওবামার বন্ধুর। প্রতিবছর গ্রীষ্মের ছুটি কাটাতে গিয়ে এখানেই খাওয়াদাওয়ার কাজ সারে ওবামা পরিবার। এবারও আসবেন। তখনো সঙ্গে করে নিয়ে যাবে ছোট মেয়েকে।

 বিবিসি





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।