

বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » মনপুরা কারিতাসের উদ্যোগে দুর্যোগের প্রস্তুতি বিষয়ক মহড়া ও গণনাটক অনুষ্ঠিত
মনপুরা কারিতাসের উদ্যোগে দুর্যোগের প্রস্তুতি বিষয়ক মহড়া ও গণনাটক অনুষ্ঠিত
মনপুরা প্রতিনিধি: মনপুরায় কারিতাস মুক্তি প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৭ উপলক্ষে ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে জনগনকে দুর্যোগের ঝুঁকি হ্রাসকরনে এবং জনগণের সক্ষমতা বৃদ্ধির জন্য সচেতনতা মূলক দুর্যোগের প্রস্তুতি বিষযক “মহড়া ও গণনাটক (ময়নার মায়ের সংসার)” ও দুর্যোগের প্রস্তুতি বিষয়ক গান এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় মাস্টার হাট সংলগ্ন মাঠে “ দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ,আসবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে মহড়া ও গণনাটক অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ও গণনাটক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক মি.ফ্রান্সিস বেপারী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ বরিশাল কাথলিক ডাইওসিস লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই মোফাজ্জল হোসেন, বরিশাল কাথলিক ডাইওসিস ভিকার জেনারেল মাইকেল মিলন দেউড়ি, ফাদার মিন্টু স্যামুয়েল বৈরাগী, ফাদার পলাশ ক্লারেন্স হালদার,ফাদার পিটার গমেজ, ফাদার টিটু ডেভিড গমেজ, ফাদার লিপন রোজারিও, ফাদার উৎপল রিসিল, ফাদার তপন রোজারিও, সিস্টার শেলী, সিস্টার মিলন, মাঠকর্মকর্তা অপারেশন এন্ড ম্যানেজমেন্ট মোঃ আব্দুর রব । ঘূর্ণিঝড় পূর্বে গ্রামের সাধারণ জনসাধারনের করণীয় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কারিতাস মহড়া, গণনাটক ও দূর্যোগ ভিত্তিক বিভিন্ন গানের মাধ্যমে দূর্যোগকালীন প্রস্তুতি তুলে ধরেছেন। মহড়ায় গ্রামের ৬টি বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়েছে। জেলে পরিবার, কৃষক পরিবার, চেয়ারম্যান পরিবার, মোড়ল পরিবার, বাউল পরিবার, কামার পরিবারের সামাজিক অবস্থান ও করণীয় বিষয় তুলে ধরা হয়েছে মহড়ায়। ঘূর্ণিঝড় পূর্বে গ্রামের সাধারণ জনসাধারনের করনীয় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কারিতাস কর্মী, কারিতাসের তৈরি গ্রাম সাহায্যকারী দল ও শত শত সাধারণ মানুষ দূর্যোগ প্রস্তুতি দিবসের গান, নাটক দেখতে আসেন। তারা কারিতাসের বিভিন্ন কর্মসুচীর ভুয়সী প্রশংসা করেন। পরে মহড়া শেষে নাটক ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-এসইউ/এফএইচ