

মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় শিল্পী ঐক্যজোটের বাঁধন আহবায়ক ও মুনিয়া সদস্য সচিব
ভোলায় শিল্পী ঐক্যজোটের বাঁধন আহবায়ক ও মুনিয়া সদস্য সচিব
বিশেষ প্রতিনিধি: ভোলায় শিল্পী ঐক্যজোটের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে বিভিন্ন সংগঠনের শিল্পীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
এতে তালহা তালুকদার বাঁধনকে (মাটি দ্যা মিউজিক্যাল ট্রুপ) আহবায়ক এবং শান্তা মুনিয়াকে (কাব্যঙ্গন) সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ (ভোলা থিয়েটার)।
সদস্যরা হলেন, বিপ্লব চন্দ্র দেবনাথ (প্রত্যয় সংস্কৃতি সংগঠন), বৃষ্টি নাগ (ভোলা সংস্কৃতি সংঘ), সন্তু দাস (প্রত্যয় সংস্কৃতি সংগঠন), আশিক পোদ্দার (শাহবাজপুর থিয়েটার), আমিরুল মোমেনিন (শাহবাজপুর থিয়েটার), ডেভিড (উদীচী), ফাতেমা তুজ জোহরা মুক্তা (প্রত্যয় সংস্কৃতি সংগঠন), হৃদয় (উদীচী), পলাশ ও রাণা।
এর আগে জেলা শিল্পকলা একাডেমীতে জেলার শিল্পীদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা বক্তব্য প্রদান করেন। পরে সদস্যদের মৌখিক সম্মতিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।
জেলার দুস্থ ও অসহায় শিল্পীদের সহযোগীতা এবং প্রতিভাবান শিল্পীদের উৎসাহী করে তোলার লক্ষে কাজ করবে ভোলা জেলা শিল্পী ঐক্যজোট।
শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির আহবায়ক নির্মাতা জিএম সৈকত জানান, শিল্পী ঐক্যজোটের সম্মেলনের মাধ্যমে পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ইতমধ্যে দেশের ৩৪টি জেলায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
-সিএস/এফএইচ