

শনিবার ● ৩০ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে মসজিদে নাঈম এর উদ্বোধন করলেন জৌনপুরী পীর সাহেব কেবলা
লালমোহনে মসজিদে নাঈম এর উদ্বোধন করলেন জৌনপুরী পীর সাহেব কেবলা
লালমোহন প্রতিনিধি::
লালমোহনে মসজিদে নাঈম এর উদ্বোধন করলেন জৌনপুরী পীর সাহেব কেবলা। শনিবার দুপুর সোয়া ১২ টায় লালমোহন পৌর শহরের ৮ নং ওয়ার্ডের আহামদ মিয়া হাওলাদার বাড়ির সড়কের মসজিদে নাঈম এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ হাছনাঈন আহম্মেদ সিদ্দিকী জৌনপুরী পীর সাহেব কেবলা। এসময় উপস্থিত ছিলেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার ভাইস পিন্সিপ্যাল মাওঃ মোশারফ হোসেন, প্রভাষক আবু নাছের হেলাল, ও জামাল প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।