

শুক্রবার ● ২৯ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে স্বাস্থ্য সহকারীদের দায়িত্বে অবহেলায় কমিউনিটি ক্লিনিক থেকে মুখ পিরিয়ে নিচ্ছেন রোগীরা
লালমোহনে স্বাস্থ্য সহকারীদের দায়িত্বে অবহেলায় কমিউনিটি ক্লিনিক থেকে মুখ পিরিয়ে নিচ্ছেন রোগীরা
ফরহাদ হোসেন :: লালমোহনে স্বাস্থ্য সহকারীদের সেচ্ছাচারিতায় ও দায়িত্বে অবহেলার কারণে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক গুলো থেকে মুখ পিরিয়ে নিচ্ছেন সাধারণ রোগীরা। এ ঘটনায় অসহায় ও সাধারণ রোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চর কালাচাঁদ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. রাসেল ও পরিবার কল্যাণ সহকারী মো.নাজিমের সেচ্ছাচারিতায় ও দায়িত্বে অবহেলার কারণে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে এসে প্রতিদিন ফিরে যাচ্ছে সাধারণ রোগীরা। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পযর্ন্ত (সরকারি ছুটির দিন ব্যতিত) কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার কথা থাকলে চর কালাচাঁদ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. রাসেল ও পরিবার কল্যাণ সহকারী মো. নাজিম তা মানছে না। বৃহস্পতিবার সকাল ১১ টা ৫০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, চর কালাচাঁদ কমিউনিটি ক্লিনিকে তালা ঝুলানো অবস্থায় রয়েছে। এসময় এলাকাবাসী অভিযোগ করেন, স্বাস্থ্য সহকারী মো. রাসেল ও পরিবার কল্যাণ সহকারী মো. নাজিম নিয়মিত ক্লিনিকে আসেন না। মাঝে মধ্যে আসলে ও সকাল ১০ টার পরে এসে হাজিরা খাতায় সই করে ১২ টার আগেই চলে যান তারা। ক্লিনিকে চিকিৎসার জন্য এসে প্রতিদিন ঔষুধ না নিয়ে বাড়িতে ফিরে আসতে হয় এলকাবাসীর। তারা আরো অভিযোগ করেন, অফিস চলাকালিন সময়ে রোগী নিয়ে কমিউনিটি ক্লিনিকে এসে স্বাস্থ্য সহকারী মো. রাসেল ও পরিবার কল্যাণ সহকারী মো. নাজিমকে না পেয়ে মোবাইল করা হলে ও তারা নানা অজুহাত দেখিয়ে ক্লিনিকে আর আসে না। মাঝে মধ্যে ক্লিনিকে এসে তাদের পাওয়া গেলেও টাকা না দিলে ভালো ঔষুধ অসহায় রোগীদের কপালে জোটেনা। অপরদিকে রমাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লেদন হাওলাদার বাড়ির সামনের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জোনায়েদের বিরুদ্ধে একই রকম অভিযোগ করেন এলাকাবাসী। এব্যাপারে অভিযুক্ত পরিবার কল্যাণ সহকারী মো. নাজিমের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেঁটেদেন এবং স্বাস্থ্য সহকারী মো. রাসেল ছুটিতে আছেন বলে জানান। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিত্যনন্দন চৌধুরী জানান, রাসেলের বিরুদ্ধে একই রকম অভিযোগ এর আগে পেঁয়েছি। তাকে আমরা ডেকে এনে সর্তকও করেছি। সেই বলেছে নিয়মিত ক্লিনিকে আসবে বলেছেন। আমরা তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিব। উপজেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্য সহকারীদের সেচ্ছাচারিতায় ও দায়িত্বে অবহেলার করে আসছেন। এইভাবে চলতে থাকলে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক থেকে সাধারণ রোগীরা মুখ পিরিয়ে নিবেন বলে ধারণা করছেন সচেতন মহল ।