

সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » কবি সীমান্ত হেলালকে জন্মদিনের শুভেচ্ছা
কবি সীমান্ত হেলালকে জন্মদিনের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক : এই সময়ের প্রতিশ্রুতিশীল ও আলোচিত তরুন কবি সীমান্ত হেলাল এর আজ জন্মদিন। ১৯৮৭ খ্রীষ্টাব্দে এই দিনে তিনি ভোলা জেলার মনপুরা উপজেলায় জন্মগ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করে আসছেন। তবে তার সাহিত্য চর্চার প্রধান মাধ্যম হচ্ছে কবিতা। ইতিমধ্যে তার প্রতিভা ও মেধার স্বাক্ষর রেখেছেন সৃষ্টিকর্মের মাধ্যমে।
কবি সীমান্ত হেলাল প্রকাশিত কবিতার বই ‘একমুঠো আগুন’ ইতিমধ্যে বাংলা সাহিত্যাঙ্গনে সাড়া ফেলেছে এবং অসংখ্য পাঠক প্রিয়তা পেয়েছে। তার প্রকাশিত যৌথ কবিতার বই ‘অসম্ভব ফুৎকারে’ কবি প্রতিভার স্বাক্ষর রাখে। তার লেখা কবিতা পাঠে এই সময়ের তরুন কবিদের মধ্যে তাকে আলাদা করে চেনা যায়। এছাড়া তিনি ‘সুবর্ণ’ নামে একটি সাহিত্য বিষয়ক ছোট কাগজ সম্পাদনা করেন। কবি সীমান্ত হেলাল দীর্ঘদিন যাবৎ দেশের প্রথম সাড়ির জাতীয় দৈনিক ও দেশ-বিদেশের প্রতিনিধিত্বশীল লিটল ম্যাগাজিনগুলোতে লিখে আসছেন।
কবিতা লেখার পাশাপাশি কবি মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে গ্রন্থাগারিক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক, আঞ্চলিক ও অনলাইন ভোলার সংবাদ ডট কম এর মাধ্যমে সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন। জন্মদিনে কবি সীমান্ত হেলালকে ভোলার সংবাদ ডট কম পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন….।