

শুক্রবার ● ২২ মে ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » সাগরে জেলেকে পিটিয়ে হত্যা
সাগরে জেলেকে পিটিয়ে হত্যা
লালমোহন প্রতিনিধি :: লালমোহনে সাগরে মাছ ধরতে নিয়ে সালাউদ্দিন (২৭) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । হত্যার পর লাশ কোল্ডস্টোরে রেখে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে লালমোহন থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার গজারিয়ার ফজলু মাতাব্বরের মালিকানাধিন এবি সীতারাম নামের ওই ফিসিং বোট থেকে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে গজারিয়া লঞ্চঘাটে সালাউদ্দিনের লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে তাকে রাতেই হাসপাতালে নেয়া হলেও আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহত সালাউদ্দিন পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলাম মালের ছেলে। লালমোহন গজারিয়ায় তার শ্বশুরবাড়ি। চার দিন আগে তিনি এবি সীতারাম ফিসিং বোটে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার রাতে পৌনে ৩টার দিকে ওই বোট থেকে গজারিয়ার মনির ও সবুজ নামে দুই জেলে সালাউদ্দিনকে ডায়রিয়া আক্রান্ত বলে নামিয়ে দিয়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে আগেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। এদিকে, হত্যার অভিযোগ এনে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন নিহত সালাউদ্দিনের বড় ভাই। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, লাশের শরীরে নখের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করেছেন।