শিরোনাম:
●   ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোলার সংবাদ
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় ৪৩ টি ইউনিয়নে প্রায় পাঁচশতাধিক প্রার্থীদের মনোনয়ন পত্র জমা
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় ৪৩ টি ইউনিয়নে প্রায় পাঁচশতাধিক প্রার্থীদের মনোনয়ন পত্র জমা
১৩৬৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোলায় ৪৩ টি ইউনিয়নে প্রায় পাঁচশতাধিক প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

 

 ---

ডেস্ক রিপোর্ট: ভোলায় সাত উপজেলায় উৎসব মুখর পরিবেশে ৪৩ টি ইউনিয়ান পরিষদ নিবার্চনে মনোনয়ন পত্র জমা দিচ্ছে সম্ভব্য প্রার্থীরা। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিস কার্যলেয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য পুরুষ ও মহিলা সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীরা এ মনোনয়ন পত্র জমা দেন ।
জানা গেছে, ভোলার সাত উপজেলার ৪৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভোলা সদর উপজেলার আলী নগর, বাপ্তা, চরসামাইয়া, চরশিবপুর, ধনিয়া, পশ্চিম ইলিশা, উত্তর দিঘলদী, দক্ষিণ দিঘলদী, ভেদুরিয়া, ভেলুমিয়া। দৌলতখান উপজেলার সৈয়দপুর, চরখলিফা, চরপাতা, মদনপুর, মেদুয়া, উত্তর জয়নগর, দক্ষিণ জয়নগর। বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা, দেউলা, গংগাপুর, হাসাননগর, কাচিয়া, কুতুবা, পক্ষিয়া, সাচড়া, টবগি। তজুমদ্দিন উপজেলায় চাঁচড়া, চাঁদপুর ও শম্ভুপুর ইউনিয়ন। লালমোহন উপজেলার, বদরপুর, ধলীগরনগর, লালমোহন সদর, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ। চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজজ, চর মানিকা, হাজারীগঞ্জ, রসুলপুর, এওয়াজপুর, জাহানপুর, চরকলমি, ঢালচর, মুজিবনগর, নজরুলনগর। ও মনপুরা উপজেলার হাজিরহাট সহ ৪৩ টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির দলীয় প্রার্থী সহ ১৭৩ জন চেয়ারম্যান ও তিনশধাকি ইউপি সদস্য প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।

দৌলতখান: দৌলতখানে ইউপি নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা পদে ৫১ এবং সাধারন সদস্য পদে ২১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, মদনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান একেএম নাছিরউদ্দিন( নৌকা প্রতীক), মোঃ আলমগীর(ধানের শীষ), মোঃ জামাল হোসেন(সতন্ত্র)। মেদুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ মনজুর আলম( নৌকা ), মোঃ শাহজাহান( ধানের শীষ), মোঃ মহসিন(সতন্ত্র)। চরপাতা ইউনিয়নে মোঃ মোশারেফ হোসেন ভুইয়া ( নৌকা ), আঃ মন্নান হাওলাদার( ধানের শীষ), বর্তমান চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দিন(সতন্ত্র), মমতাজ বেগম(সতন্ত্র), মাও আব্দুর রহমান তালুকদার(সতন্ত্র), মোঃ গিয়াসউদ্দিন(সতন্ত্র)। চরখলিফা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান ( নৌকা), মোঃ হারুন অর রশিদ হাওলাদার( ধানের শীষ)। উত্তর জয়নগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ ইয়াছিন লিটন( নৌকা), মোঃ জহিরুল ইসলাম( ধানের শীষ), মোঃ দেলোয়ার হোসেন(সতন্ত্র), মোঃ বশির(সতন্ত্র)। দক্ষিণ জয়নগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদার( নৌকা) , ফজলুল হক হাওলাদার ( ধানের শীষ), তোফায়েল আহমেদ(সতন্ত্র), গিয়াসউদ্দিন(সতন্ত্র), নাজমুল হাসান বাচ্চু(সতন্ত্র), মাহফুজুর রহমান ভুট্টু(সতন্ত্র)।

চরফ্যাশন :চরফ্যাশনের ১০ ইউপিতে ৩৭ চেয়ারম্যান, ৮৭ সংরক্ষিত মহিলা সদস্য এবং ৩১৮ জন সাধারণ সদস্য মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার বিকেল ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট রির্টানিং অফিসারদের কার্যালয়ে প্রার্থীরা এ মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার আবু ইউছুফ এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, হাজারিগঞ্জে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত সদস্য পদে ৯, সাধারণ সদস্য পদে ২৮ জন। এওয়াজপুরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত সদস্য পদে ৯, সাধারণ সদস্য পদে ৩৫ জন। ঢালচরে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত সদস্য পদে ৬, সাধারণ সদস্য পদে ২২ জন। জাহানপুরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত সদস্য পদে ১০, সাধারণ সদস্য পদে ২৪জন। চরমাদ্রাজে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত সদস্য পদে ৭, সাধারণ সদস্য পদে ৪২জন। রসুলপুরে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত সদস্য পদে ৮, সাধারণ সদস্য পদে ৪২জন। চরকলমীতে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত সদস্য পদে ৮, সাধারণ সদস্য পদে ৩৪ জন। মুজিব নগর চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত সদস্য পদে ১০, সাধারণ সদস্য পদে ২৫জন। নজরুল নগর চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত সদস্য পদে ১০, সাধারণ সদস্য পদে ২৮জন। চরমানিকা চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত সদস্য পদে ১০, সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রাথী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

---

তজুমদ্দিন :
ভোলার তজুমদ্দিন উপজেলার চাদঁপুর, শম্ভুপুর, চাচড়া সহ মোট তিন ইউনিয়নে ১৬৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১০ জন চেয়ারম্যান পদে। মহিলা সদস্য পদে ৩৬ জন। পুরুষ সদস্য পদে ১২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ সারথি দত্তের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন চাদঁপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগের দলীয় মনোনয়নে থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর। বিএনপি থেকে দলীয় মনোনয়নে মহিউদ্দিন জুলফিকার। স্বতন্ত্র থেকে সাবেক ভাইস চেয়ারম্যান নাছির হোসেন দুলাল।   যুবদল নেতা আমিরুল ইসলাম।
অপরদিকে সাধারন সদস্য পদে ৪৯ জন এবং মহিলা সদস্য পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেন

শম্ভুপুর থেকে চেয়ারম্যান পদে জন মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগের  দলীয় মনোয়নে থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। বিএনপি থেকে দলীয় মনোয়নে আলমগির খোকন। স্বতন্ত্র থেকে মিজানুর রহমান ফরিদ।
অপরদিকে সাধারন সদস্য পদে ৩৮ জন। এবং মহিলা সদস্য পদে ১৫ জন মনোনয়ন দাখিল করেন।

চাচড়া ইউনিয়ন থেকে জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। আওয়ামীলীগের দলীয় মনোনয়নে আবু তাহের মিয়া। বিএনপি থেকে দলীয় মনোনয়নে জাহাঙ্গীর আলম।
স্বতন্ত্র থেকে চাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিয়াদ হোসেন হান্নান।
অপরদিকে সাধারন সদস্য পদে ৩৫ জন এবং মহিলা সদস্য পদে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেন

 ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে নির্বাচন হচ্ছে ১০টিতে। এসব ইউনিয়নে মোট ৩৪জন জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনপুরা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন থেকে মোট ৩প্রার্থী মনোনয়ন দাখিল করেন। লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে নির্বাচন হচ্ছে ৪টি। এসব ইউনিয়ন থেকে মোট ২০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এসব ইউনিয়ন থেকে ৪৫জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

 নির্বাচন কমিশন ভোলার ৪৫ টি ইউনিয়নের তফসিল ঘোষণা করলেও সীমানা নির্ধারণের জটিলতায় এর মধ্যে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে নির্বাচন স্থগীত করা হয়েছে।

জেলা রিটানিং অফিসার হেলাল উদ্দিন খান বলেন, সকাল থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ভোলার ৭ টি উপজেলার ৪৩ টি ইউনিয়ানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর ধারাহিকতায় আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র যাচাই বাচাই, ২মার্চ প্রত্যাহারের শেষ দিন ধার্যকরা হয়েছে।





জেলার খবর এর আরও খবর

ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড ভোলার কর্ণফুলী-৩ লঞ্চে চাঁদপুরের মোহনায় অগ্নিকাণ্ড
উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায়
ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত
ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময়
চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস
ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ!
ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী
ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।