

শুক্রবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » সীমান্ত হেলাল’র কবিতার বই ‘একমুঠো আগুন’র মোড়ক উন্মোচন
সীমান্ত হেলাল’র কবিতার বই ‘একমুঠো আগুন’র মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি সীমান্ত হেলাল এর প্রথম কবিতার বই ‘একমুঠো আগুন’।১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি মাকিদ হায়দার, কবি আমিনুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও উপস্থাপক মাজহারুল ইসলাম, কবি মনজু রহমান, কবি বীরেন মূখার্জী ও কবি সানাউল্লাহ সাগর।
কবি সীমান্ত হেলাল এর কবিতার বই ‘একমুঠো আগুন’ প্রকাশ করেছে আড্ডা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন শিণ্পী বিধান সাহা। মূল্য ১৫০ টাকা। বইটি পাওয়া যাবে লিটলম্যাগ চত্বরে আড্ডা’র ৯ নম্বর স্টলে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি আমিনুল ইসলাম বলেন, কবি সীমান্ত হেলাল বয়সে তরুন হলেও আমি তার লেখার সাথে পরিচিত বহুদিন যাবৎ। তিনি বিভিন্ন্ সময়ে দেশের প্রথম সারির দৈনিকগুলো এবং স্বনামধন্য লিটলম্যাগগুলোতে লিখে আসছেন। তার লেখনিশক্তি আমাকে মুগ্ধ করে। আর ‘একমুঠো আগুন’ একটি অসাধারন কাব্যগ্রন্থ। এই বইতে প্রেম, বিরহ, ভালবাসা, বিপ্লব, বিদ্রোহ, অন্যায়ের প্রতিবাদ সকল বিষয়ে নিরীক্ষাধর্মী ব্যঞ্জনা কবিতাগুলোকে শিল্পোত্তীর্ণ করে তুলেছে।
‘একমুঠো আগুন’ সম্পর্কে মিডিয়া ব্যক্তিত্ব ও বরেন্য উপস্থাপক মাজহারুল ইসলাম বলেন, সীমান্ত হেলাল এর প্রথম কবিতার বই পাঠে বোঝা যায়না এটা তার প্রথম বই। এই বইয়ের প্রত্যেকটি কবিতা আমাদেরকে আলাদা একটি কাব্য ভাষার সাথে পরিচয় করে দেয়।যে ভাষা প্রেমের, ভালোবাসার, বিরহের, প্রতিবাদের, বিপ্লবের। যা সত্যিই আগুন হয়ে জ্বলে উঠতে সাহস যোগাবে, আলোকিত হতে প্রেরনা দেবে।
এসময় কবি মাকিদ হায়দার বলেন, সীমান্ত হেলাল’র ‘একমুঠো আগুন’ ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। বাংলা ভাষা এবং বাংলা সাহিত্যকে আলোকিত করবে।এবং একমুঠো আগুন বইতে যেসব কালোত্তীর্ন কবিতা রয়েছে তা হাজার বছর বাঁচিয়ে রাখবে কবিকে।