

শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » ‘একমুঠো আগুন’ নিয়ে আসছেন কবি সীমান্ত হেলাল
‘একমুঠো আগুন’ নিয়ে আসছেন কবি সীমান্ত হেলাল
স্টাফ রিপোর্টার: দ্বিতীয় দশকের প্রতিশ্রুতিশীল তরুন কবি সীমান্ত হেলাল এর প্রথম কবিতার বই ‘একমুঠো আগুন’ আসছে এবারের অমর একুশে বই মেলায়। বইটি প্রকাশ করছে আড্ডা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিল্পী কবি বিধান সাহা। বইটি পাওয়া যাবে লিটলম্যাগ চত্বরে আড্ডার ৯ নং স্টলে। বই করার ব্যপারে শেষমুহূর্তের সিদ্ধান্ত । তাই মেলায় বইটি আসতে একটু দেরী হচ্ছে। তবে দু/এক দিনের মধ্যে বইটি মেলায় পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন কবি সীমান্ত হেলাল।