

বুধবার ● ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ, ৮ জেলে আটক
লালমোহনে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ, ৮ জেলে আটক
লালমোহন প্রতিনিধি: লালমোহনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীনের অভিযানে ৮ জেলেকে আটক ও ১৫ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন মৎস্য আড়ৎ ও মৎস্য ঘাটে উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ রুহুল কুদ্দুছের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম। অভিযান পরিচালনার কালে ১৫ মন জাটকা ইলিশ মাছ জব্দ ও ৮ জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত মাছ গুলো ২২টি এতিমখানা বিতরণ করেন।৮জেলেকে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।আটককৃত জেলেরা হলেন,মোঃ হাসিম ব্যাপারী,মোঃ জাকির,মাহমুদুল হক,ওবায়দুল্লাহ, মোঃ সেলিম,আব্দুল মন্নান, মোঃ কাঞ্চন, মোঃ আরিফ।তারা সবাই উপজেলার মঙ্গলসিকদার ধলীগৌরনর ইউনিয়নের বাত্তিরখাল এলাকার বাসিন্দা।
-ইউসুফ/রাজ