

সোমবার ● ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » বোরহানউদ্দিনে ইউপি নির্বাচনে আ”লীগের ৪ ও ৩ স্বতন্ত্র চেয়ারম্যান বিজয়ী
বোরহানউদ্দিনে ইউপি নির্বাচনে আ”লীগের ৪ ও ৩ স্বতন্ত্র চেয়ারম্যান বিজয়ী
স্টাফ রিপোর্টার: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ ও স্বতন্ত্র পদে ৩ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে তাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা। বোরহানউদ্দিন উপজেলায় ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের ৪ প্রার্থী এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। বিজয়ী প্রার্থীরা হলেন- পক্ষিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের মোঃ আলাউদ্দিন সর্দার। হাসান নগর ইউনিয়নে নৌকা প্রতিকের আবেদ চৌধুরী। কুতুবা ইউনিয়নে নৌকা প্রতিকের নাজমুল আহসান (জোবায়েদ মিয়া)। টবগী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অটোরিস্কা প্রতিকের জসিম হাওলাদার। বড়মানিকা ইউনিয়নের নৌকা প্রতিকের জসিম উদ্দিন হায়দার। দেউলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের আসাদুজ্জামান বাবুল। কাচিয়া ইউনিয়ন নৌকা প্রতিকের আব্দুর রব কাজী বিজয়ী হয়েছেন। এছাড়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতিকের প্রার্থী মেহেদী হাসান মিশু হাওলাদার চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
-এএম/এফএইচ