

বুধবার ● ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » বোরহানউদ্দিনে নৌকার পক্ষে ভোট চাইলেন মেয়র
বোরহানউদ্দিনে নৌকার পক্ষে ভোট চাইলেন মেয়র
বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পক্ষিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মো. নাগর হাওলাদারের পক্ষে ওই ইউনিয়নে গিয়ে ঘরে ঘরে গিয়ে ভোট চাইলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। বুধবার ওই ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের ভূইয়া বাড়ী এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করেন। ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাও ঘরে ঘরে ভোট চান। ওই সময় তিনি উন্নয়ন ও এলাকার শান্তির জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মো. নাগর হাওলাদার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, আ’লীগ নেতা মো. বাচ্চু মিঝি, মো. মমিন ভূইয়া, পৌর সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. জোয়েব হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মো. পলাশ বিশ্বাস প্রমূখ সহ আ’লীগের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
-মালেক/রাজ