

শুক্রবার ● ১০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » বোরহানউদ্দিন কুতুবা মেম্বার প্রার্থী মোঃ বাচ্চু নক্তীর নির্বাচনী প্রচারনা
বোরহানউদ্দিন কুতুবা মেম্বার প্রার্থী মোঃ বাচ্চু নক্তীর নির্বাচনী প্রচারনা
বোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন উপজেলার সাত ইউনিয়নের নির্বাচন জমে উঠছে। প্রতিক পাওয়ার পর থেকে চেয়ারম্যান প্রার্থীরা গণ সংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। এদের পাশাপাশি মেম্বার প্রার্থীরাও গণ সংযোগ ও উঠান বৈঠক করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। শুক্রবার বিকালে কুতুবা ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ বাচ্চু নক্তী ‘মোরগ প্রতিক‘ নিয়ে তার ওয়ার্ডের কয়েকশত ভোটারদের নিয়ে ডাক-ঢোল বাজিয়ে মিছিল করেন। মিছিলটি কুতুবা মিয়া বাড়ীর দরজা হতে শুরু হয়ে পুরো ৯নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে মেম্বার প্রার্থী মোঃ বাচ্চু নক্তী বলেন, অনেকে উপস্থিত হয়ে আমার মোরগ প্রতিকের বিশাল মিছিল করেছেন। আমি ভোটারদের উপস্থিতি দেখে অনেক খুশি হয়েছি। দলমত নির্বিশেষে সকলে আমাকে বিজয়ী করবেন প্রত্যাশা করি ।
-মালেক/রাজ