

বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে নসিমনের ধাক্কায় ডিসি অফিসের অফিস সহকারী নিহত
লালমোহনে নসিমনের ধাক্কায় ডিসি অফিসের অফিস সহকারী নিহত
স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনের সেঙ্গে ধাক্কায় দিপক চন্দ্র দে (৫০) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপক ভোলা পৌর কাচিয়া কলোনী এলাকার বিশ্বেসর চন্দ্র দের ছেলে। তিনি ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ভোলা থেকে মোটরসাইকেলযোগে চরফ্যাশনের দিকে যাচ্ছিলেন দিপক। পথে আবুগঞ্জ বাজার এলাকায় এলে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি নসিমনের মুখোমুখি ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই দিপকের মৃত্যু হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক নসিমনটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন।
-বিএন/এফএইচ