

বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » ভোলার নদী ভাঙ্গন কবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে: এমপি শাওন
ভোলার নদী ভাঙ্গন কবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে: এমপি শাওন
তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ এবং উপজেলা পরিষদের ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়ামের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর পিতার সোনার বাংলা বির্ণিমানে দিনরাত নিরলস পরিশ্রম করে আজ খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্ধৃত্ত দেশে পরিনত করেছেন। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। এমপি শাওন আরো বলেন, তজুমদ্দিনের মানুষের প্রধান আর্তনাদ ছিল মেঘনা নদীর ভাঙন। জিও ব্যাগ ও ব্লকের মাধ্যমে নদীর তীর সংরক্ষণ করায় ভাঙ্গন কবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় আধুনিক উপজেলা পরিষদ ভবন, হাসপাতাল, থানা, হলরুমসহ প্রতিটি সেক্টরে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, বিআরডিবির চেয়ারম্যান আমিন মহাজন, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সেচ্ছাসেবলীগের সভাপতি ইশতিয়াক হাসন, মেসার্স রাশেদুজ্জামন ফিটার ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আনিছুর রহমান প্রমুখ।