

মঙ্গলবার ● ২৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » ভোলার চর রসুলপুর গ্রামের ভারসাম্য বৃদ্ধা তার পরিবারের সন্ধান চাচ্ছেন?
ভোলার চর রসুলপুর গ্রামের ভারসাম্য বৃদ্ধা তার পরিবারের সন্ধান চাচ্ছেন?
স্টাফ রিপোর্টার: ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণের চর রসুলপুর গ্রামের একজন ভারসাম্য বৃদ্ধা নারী তার পরিবারের সন্ধান খোঁজ করছেন। তার নাম অসীমোন খাতুন (৭০)। তার স্বামীর নাম ইব্রাহিম মাঝি। তার পিতার নাম কুতালি কাজী। বড় ছেলে বশিরুল তার ঔষুধের ফার্মিসি রয়েছে। তার বড় মেয়ের নাম আয়েশা খাতুন, মেজ মেয়ের নাম জাহেদা এবং সেজ মেয়ের নাম পিয়ারা ও ছোট মেয়ের নাম বকুল। তার নাতি হানিফ পুলিশে চাকরি করেন। এর বেশি কিছু তিনি বলতে পারেন না। ও-ই বৃদ্ধা গত ১ সাপ্তাহ আগে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় এলোমেলো ভাবে ঘুরাঘুরি করলে স্থানীয়রা তাকে ঢাকা যাত্রাবাড়ী মাউতাল মেডিকেলে নিয়ে যান। ও-ই বৃদ্ধা বর্তমানে যাত্রাবাড়ী মাউতাল মেডিকেলে আছেন। কোন হৃদয়বান ও-ই বৃদ্ধার উপরোক্ত আত্মীয়দের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
মো. হাসান
মোবাইল: 01581359410