

শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » জ্বালানি তেল ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিএনপি’র প্রতিবাদ সভা
জ্বালানি তেল ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিএনপি’র প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেল, গণপরিবহণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ভোলায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি’র কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, থানা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব হেলান উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক (ভার তানভীর হোসেন তালুকদার, জেলা কৃষক-দলের সভাপতি আঃ রহমান সেন্টু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, জেলা-শ্রমিক দলের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলোয়াত করেন জেলা শ্রমিক দলের নেতা মোঃ আব্দুল্লাহ। এসময় জেলা বিএনপির সকল সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় জেলা সভাপতি গেলাম নবী আলমগীর বলেন, এইভাবে দেশ চলতে পারে না। জ্বালানি তেলের দাম না কমালে আরো কঠোর আন্দোনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।
-রাজ