

শুক্রবার ● ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর » দৌলতখানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!
দৌলতখানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে লিটন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লিটন একই বাড়ির শাহে আলমের ছেলে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সকালে তার বসতঘরের পিছনে আম গাছের ঢালে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখেন পরিবারের লোকজ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অভাব-অনটনের কারণে এ আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত’র রিপোর্ট পাওয়া গেলে এটি হত্যা না আত্মহত্যা তার কারণ জানা যাবে।
-এমএস/এফএইচ