

বৃহস্পতিবার ● ৬ মে ২০২১
প্রথম পাতা » জেলার খবর » দুলারহাটে পরিবার উন্নয়ন সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
দুলারহাটে পরিবার উন্নয়ন সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার নীলকমলে ইউকেএআইডি ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়িত পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ অতিদরিদ্র ১শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) নীলকমল ইউনিয়নের মুন্সীরহাট প্রাথমিক বিদ্যালয়, ঘোষেরহাট প্রাথমিক বিদ্যালয় ও চরযমুনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য তালিকায় রয়েছে, চাল, বুড, পিয়াঁজ, সোয়াবিন, সেমাই, গুড়া দুধ, আলু, মুসুর ডাল, খেজুর, লবন, ও চিনি।
এসময় নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন। এছাড়াও পরিবার উন্নয়ন সংস্থার সিনিয়র সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, পিপিইপিপি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ ফারুক ও পিপিইপিপি প্রকল্পের টি ও কমিউনিটি মবিলাইজেশন স্বপন কুমার বার প্রমুখ সহ প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও যুব ফোরামের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
-কেইউএফ/এফএইচ