

মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর » চরফ্যাশনে সাংবাদিক পেটানোর হুমকি দিলেন দু’ইউপি চেয়ারম্যান
চরফ্যাশনে সাংবাদিক পেটানোর হুমকি দিলেন দু’ইউপি চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার: ভোলার চরফ্যাশন উপজেলার নুুুরাবাদ ও আহাম্মদপুর ইউপিতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল চুরির সংবাদ প্রকাশের জের ধরে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ফখরুল ইসলাম সাংবাদিকদের পেটানোর ঘোষণা দিয়েছেন।
সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা মিটিং শেষে উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের বৈঠকে সাংবাদিক পিটানোর এ ঘোষণা দেন তারা।
চরফ্যাশন প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক জামাল মোল্লা জানান, দুই ইউনিয়ন এর চাল চুরি সম্পর্কিত সংবাদ জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ার জের ধরে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও ফখরুল ইসলাম সাংবাদিকদের পেটানোর ঘোষণা দেন । ওই সময় আমি এর প্রতিবাদ জানাই ।
ওই বৈঠকে উপস্থিত কয়েকজন ইউপি চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, নুরাবাদ ও আহাম্মদপুর দুই ইউপিতে জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও চাল চুরির অভিযোগ উঠে। চাল চুরির অভিযোগে গত ১ মে রাতে নুরাবাদ ইউপি চেয়ারম্যানের কর্মী মিজানকে পাঁচ বস্তা চালসহ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অপরদিকে আহাম্মদপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনকে ৭ মে রাতে পাঁচ বস্তা ভিজিএফ চালসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এ বিষয়ে দৈনিক সময়ের চিত্র সহ কয়েকটি জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে ওই দুই চেয়ারম্যান সাংবাদিকদের পিটানোর ঘোষণা দেন ।
এই ঘটনায় চরফ্যাশনে কর্মরত স্থানীয় সাংবাদিকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এব্যাপারে নুরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের পেটানোর ঘোষণার কথা অস্বীকার করে বলেন, ইউনিয়নে কোনো ঘটনা ঘটলেই কিছু সাংবাদিক চেয়ারম্যানদের জড়িয়ে সংবাদ প্রকাশ করে। এতে চেয়ারম্যানরা সমাজে হেয় পতিপন্ন হয়। আমরা মূলত এ বিষয়টি আমাদের চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকের নিকট অভিযোগ করেছি।
-এসসি/এফএইচ