

রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » দুলারহাটে হত্যা মামলার আসামী ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রার্থী
দুলারহাটে হত্যা মামলার আসামী ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রার্থী
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমিটিতে হত্যা মামলার আসামী কামাল উদ্দিন সভাপতি পদের প্রার্থী হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত মুকবুল সর্দারের পুত্র কামাল উদ্দিনের বিরুদ্ধে ২৮জানুয়ারী/২০১৫ সালে নুরাবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে হারুন হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৩০২ ধারা তার বিরুদ্ধে নিহত হারুনের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে কামাল উদ্দিনকে ১নম্বর আসামী করে মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের অভিযোগ আওয়ামীলীগের এত নেতাকর্মী থাকতে তাকে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নুরাবাদ ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফিরোজ হাওলাদার বলেন, খুনের মামলার আসামী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হওয়ায় আমি বিস্মিত। সামনে নির্বাচন দলের জন্য ত্যাগ স্বীকারকারীদেরকে পদ পদবী দিলে দলের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে।
নুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন বলেন, আগামীতে নৌকার প্রতীকের নির্বাচন হিসাবে ভাল ব্যক্তিরা পদ পদবীতে আসবে তা আমরা আশাকরি। এলাকায় বির্তকৃত ব্যক্তিদেরকে পদ পদবী না দেয়ার জন্য আওয়ামীলীগের নীতি নির্ধারকের প্রতি অনুরোধ জানাই।
-এমএএইচ/এফএইচ