

রবিবার ● ২০ মে ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » দুলারহাটে নদী থেকে রাখালের লাশ উদ্ধার
দুলারহাটে নদী থেকে রাখালের লাশ উদ্ধার
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের দুলারহাটে মহিষ রাখাল নুরনবী (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে বিছিন্ন দ্বীপ মুজিব নগর ইউনিয়নের পিথিল আড়ি নদী থেকে উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় মুজিব নগর ইউনিয়ন গলাচিপা উপজেলা সীমান্তে থেকে মহিষের সাথে নুরনবী নদীতে পাড়াপারের জন্য নামেন। মহিষ এপার (মুজিব নগর) আসলেও কিন্তু মহিষ মালিক নুরনবীর খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজির পর রবিবার সাড়ে ৯ টায় লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা।
দুলারহাট থানা অফিসার ইনচাজর্ (ওসি) মিজানুর রহমান জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন মুজিব নগর চর মোতাহার গ্রামের পিথিল আড়ি নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
-এমএএইচ/এফএইচ