

বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » এসএসসি সমমান পরীক্ষায় দু’শিক্ষক সহ বহিস্কার-২০
এসএসসি সমমান পরীক্ষায় দু’শিক্ষক সহ বহিস্কার-২০
লালমোহন/দুলারহাট প্রতিনিধি: লালমোহন ও চরফ্যাশনের দুলারহাট কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন ১৮ পরীক্ষার্থী সহ দু’ শিক্ষকে বহিস্কার করেছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার পৃথক ভাবে বহিস্কার করা হয়।
লালমোহন উপজেলা মাধ্যমিক অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার বিজ্ঞান শাখার রসায়ন, মানবিক শাখার পৌরনীতি, বাণিজ্য শাখার ব্যবসায় উদ্যোগ, এবং মাদ্রাসার দাখিল পরীক্ষায় ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৯ পরীক্ষার্থী ও ইসলামিয়া কামিল মাদ্রসা কেন্দ্রে ৪ পরীক্ষার্থী সহ ১৩ জনকে বহিস্কার করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া চরফ্যাশন উপজেলার দুলারহাট কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী ও কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ২শিক্ষকে বহিস্কার করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবক্কর সিদ্দিকী। কেন্দ্র সচিব মো. হোসেন বিপ্লব বলেন, পরীক্ষার্থী প্রথম জনকে মোবাইল, পরবর্তী আরে কজন কে বই, আর বাকি দু’জনের কাছে নকল পেয়ে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার কক্ষে দায়িত্ব অবহেলা এবং বিষয় ভিত্তিক শিক্ষক দেয়ার কারনে দুই শিক্ষককে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
-এমআরপি/এমজিইউ/এফএইচ