

মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » দুলার হাটে দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
দুলার হাটে দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
দুলার হাট প্রতিনিধি: দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় মাদ্রাসার প্রাঙ্গনে দাখিল পরিক্ষার্থীদের সাংস্কৃতিক, বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি চরফ্যাশন করিমজান মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীন পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাও: আ:খালেক। মাদ্রাসার সহকারি শিক্ষক আ: রশিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও নুরাবাদ ইউনিয়নের আ’লীগের আহবায়ক আলহাজ্ব সাহাবুদ্দিন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলীমা জ্যাকব ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো:বজলুর রহমান, দুলার হাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক আ: বাছেত, নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: কবির এবং ম্যানেজিং কমিটির সকল সদস্য ও অবিভাবক মন্ডলী। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অবিভাবক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথি তার ভাষণে বিদায়ী ছাত্রীদের কান্না ও অশ্রু সিক্ত বক্তব্যের সাথে একাত্বতা পোষণ করে সাহসীকতার সহিত পরিক্ষার ফল আর্জনে আহবান জানান। পরে মাদ্রাসার ছাত্রী কমন রুম জরুরী সুপারের দাবীর ভিত্তিতে এক লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। পরে মাদ্রাসার শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন এ,কে এম শফিউদ্দিন, মাও:অলিউল্লাহ ও বিশেষ অতিথি, অবিভাবক,সাংবাদিক মো: আমির হোসেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন শিলা আক্তার। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী লিমা বেগম ও পরিক্ষার্থী খাদিজা বেগম। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আলহাজ্ব আবুল কালাম আজাদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোরআন তেলোয়াত, হামদ,নাতেরাসুল, দেশাত্নকবোধক গান, কবিতা ও বিদায়ী সংগীতে প্রতিযোগিতার বিচারক মন্ডলী দ্বারা ১ম, ২য়, ৩য় পুরস্কার প্রাপ্ত হয়। বিদায় ও দোয়া অনুষ্ঠান ২য়অধিবেশনে অধ্যয়নরত ছাত্রীদের পক্ষে দশম শ্রেণীর ছাত্রী ছালমা বেগম ও পরীক্ষার্থী-শিরিনা আক্তার বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন সভাপতি সাহেব। এসময় মাদ্রাসার সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অবিভাবক, প্রাক্তন ছাত্রী ও অধ্যয়নরত ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনে এ,ছালাম দাখিল মাদ্রাসা, মুজিব নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
-একেএমজি/এফএইচ