

মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ‘মা’ মানেই মাথা গোজার ঠাই
‘মা’ মানেই মাথা গোজার ঠাই
শ্রাবন্তী রাণী উপমা: আমাকে যদি কেউ প্রশ্ন করে, পৃথিবীর সবচেয়ে সুন্দর শদ্ব কি? তাহলে আমি বলবো ‘মা’। আমার ছোট্র জীবনের এই ছোট্র অভিজ্ঞতায় মনে হয়, মা এমন একটা শদ্ব যার সাথে কোন কিছুর তুলনা মেলেনা। আমার কাছে মা মানে হলো মা মা গন্ধ, মা মানে আচল! মা মপনে ধীর স্তীর রমনী,র ধৈয্য এবং চওড়া একটা বুক। যেখানে তার হাজারটা সন্তানের মপথা রাখার জিয়গা হয়। মা ছাড়া একটা মানুষ কখনও স্বয়ংসম্পূর্ন হয়ে বেগে উঠতে পারেনা।
এই বাংলার অনেক ব্যক্তিত্ব বাংলার অনেক বড় বড় ও মহান ব্যাক্তি কবিগুরু রবীন্দ্রনাথ, সাহিত্য সম্রাট বঙ্গিক চন্দ্র, জসিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম এবং আমাদের চিরচেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান এ ব্যাক্তিদের জীবনী পড়ার সোভাগ্য না হলেও যেটুকু জানি তাতে মনে হয় এদের সবার পেছনে তাদের মায়ের অবদান রয়েছে। আমাদের বাংলার পল্লী জননীরা হয়তো পৃথিবীর অন্যান্য দেশের মায়েদের মত শিক্ষিত নয়, তবে সন্তানদের লালন-পালনের অভিনব নিয়ম ও কৌশল, স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে সন্তাদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তোলেন। যার এক উদাহরণ, বাংলার কবিগুরু, সাহিত্য সম্রাট, বিদ্রোহী কবি, বাংলার অহংকার বঙ্গবন্ধু, পল্লীকবি জসিম উদ্দিন। জগদিস চন্দ্র বসু, মহাত্নাগান্ধী, নেতাজি সুভাস বনুসহ অনেক মাহা ব্যাক্তিত্ব।
বাংলার এ অর্ধঙ্গী-হেমাঙ্গী, কৃষ্ণাঙ্গীগণ হল অতিশয় সুকুমারী ললিতা লজ্জাবতী লতিকা তারা ইংরেজ ললনাদের মত সেমিজ-জ্যাকেট পরিধান করতে পারেনা, তারা অত্যান্ত সাধারণ হওয়াই শাড়ী পরিধান করে। মায়ের হাতের রান্না করা চিকন চালের ভাত খেয়ে তারই আচল দিয়ে মুখ মোছার মত আনন্দ মনে হয় আর কোনদিন কিছুতে পাওয়া যায়না।
আমাদেররসবার জীবনে এমন কিছু দুঃখ থাকে যা কারো সাথে ভাগ করা যায়না, তখন মায়ের মা মা গন্ধভরা বুকে ঠাই নিয়ে দীর্ঘশ্বাস ফেললে সেই দুখের বিন্দুমাত্র থাকেনা। কেটে যায় সকল ব্যথা, দুঃখ ও সব অশান্তি।
লেখিকা: দশম শ্রেণীর ছাত্রী, ভোলা