

সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » বরিশাল জয় করলো ভোলার বৃত্ত
বরিশাল জয় করলো ভোলার বৃত্ত
সানজানা আইভি বর্ষা • প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম এরপর জেলা পর্যায়ে প্রথম তারপর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ভোলার মেয়ে বৃত্ত মিস্ত্রি। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ নেয়া এই ক্ষুদে নৃত্য শিল্পী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বোরহানউদ্দিন উপজেলায় নৃ্ত্যে প্রথম হওয়ার সুবাধে জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেয়। এরপর জেলা পর্যায়েও তার চমৎকার পরিবেশনায় বিচারকরা মুগ্ধ হন এবং এ প্রতিযোগীতায়ও সে প্রথম স্থান অর্জন করে। জেলা পর্যয়ে প্রথম হওয়া প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেয়ার সুযোগ পায়। এরে প্রেক্ষিতে গত শুক্রবার বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেয় বৃত্ত। সেখানে লোক নৃত্য গ্রুপে দারুন সাজে স্টেজ মাতায় বৃত্ত। বিচারকরা তার চমৎকার শিল্প নৈপুন্যে বিমোহীত হন। এবং বরিশাল বিভাগের সকল জেলার প্রতিযোগীর মধ্যে বৃত্ত প্রথম স্থান অর্জন করে। তাকে সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়। এপ্রিলে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করার কথা রয়েছে বৃত্তর। ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জের বাসিন্দা মিলন কুমার গোলদার ও শিল্পি মিস্ত্রির বড় মেয়ে বৃত্ত। বয়স ১০ বছর। সে স্থানীয় টবগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার বাবা স্থানীয় মাদ্রসার শিক্ষক এবং মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা মার অনু্প্রেরণায় ও নিজের আগ্রহে ৬বছর বয়স থেকে নাচ শিখছে বৃত্ত। জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক মোঃ সালাউদ্দিন হারুন বৃত্তকে নাচ শিখাচ্ছেন। বৃত্ত জানায় তার এ সাফল্যে সে ভীষণ খুশি। বাবা মা এবং নাচের টিচারসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বৃত্ত। বড় হয়ে সে বাবা মার মত শিক্ষক হতে চায়। বৃত্তের এই সাফল্যে গর্বিত ভোলাবাসী। ভোলার সংবাদ এর পক্ষ থেকে বৃত্তকে অভিনন্দন।
-আর আই/বিএস