

শনিবার ● ৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিন শিশুপার্কটি এখন গো-চারণ ভূমি
বোরহানউদ্দিন শিশুপার্কটি এখন গো-চারণ ভূমি
আব্দুল মালেক, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের একমাত্র বিনোদন কেন্দ্র শিশুপার্কটি এখন গরু-ছাগলের চারণ ভূমিতে পরিণত হয়েছে। এই বিনোদন কেন্দ্রটি অযত্ন ও অবহেলার কারণে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকার ফলে খেলা-ধূলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার উঠতি বয়সি কমলমতি শিক্ষার্থীরা। এদিকে উপজেলায় শিশুদের মানসিক বিকাশের জন্য অন্য কোন বিনোদন কেন্দ্র না থাকায় অভিবাবকরাও হতাশ হয়ে পড়েছেন। এতে কোন মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কতৃপক্ষের ।
অনুসন্ধানে জানা যায়, ১৯৮৪ সালে তৎকালীন কর্মরত উপজেলা নির্বাহী অফিসার কাজী রিয়াজুল ইসলাম শিশুদের বিনোদনের কথা চিন্তা করে বোরহানউদ্দিন শিশু একাডেমী (বর্তমান অফির্সাস ক্লাব) সংলগ্ন উপজেলার কম্পাউন্ডে শিশুপার্কটি স্থাপন করেন। পার্কটি শিশুদের বিনোদনের কেন্দ্র বিন্দু হয়ে পড়ে। শিশুরা বিকাল বেলা তাদের পড়াশোনার পাশা পাশি বিনোদনের জন্য ছুটে আসতো এ পার্কটিতে। কিন্তু দীর্ঘ ১৮ থেকে ২০ বছর ধরে শিশুপার্কটি অযতœ ও অবহেলায় খেলার সামগ্রি নষ্ট ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে এলাকার কোমলমতি শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের উদাসিনতা ও অবহেলার কারণে র্দীঘ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শিশুপার্কটি। বর্তমানে পার্কপিতে গরু, ছাগল চারণ ভূমিতে পরিণত হয়েছে। কিন্তু শিশুপার্কটিতে শিশুদের খেলাধূলা করতে না দেখা গেলেও সেখানে দেখা মিলে গরু, ছাগলদের। ফলে কোমলমতি শিশুরা আগের মত তাদের আনন্দ বিনোদনের সুযোগ হারিয়ে তারা ও ঘর মুখি হয়ে পড়েছে। অপরদিকে গত ৭ বছর পূর্বে তৎকালীন নির্বাহী অফিসার এজাজ আহম্মেদ জাবের শিশুপার্কটি পুণরায় চালু করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এজন্য জেলা পরিষদ ও সরকারের বিভিন্ন উন্নয়ন বরাদ্ধ থেকে অর্থ নিয়ে পার্কটির বাউন্ডারী ও কয়েকটি সামগ্রি ক্রয় করেন। কিন্তু শিশুপার্কটি পুণরায় আর চালু হয়নি। এদিকে এখন পাকর্টির বাউন্ডারী ভেঙ্গে নাজুক অবস্থায় পড়ে রয়েছে। এদিকে উপজেলায় শিশুদের মানসিক বিকাশের জন্য কোন বিনোদন কেন্দ্র না থাকায় অভিবাবকরাও হতাশ হয়ে পড়েছেন।
অভিভাবক রুহুল কুদ্দুস ও মরিয়ম বেগম বলেন, অত্র এলাকায় ভালো কোন পার্ক না থাকায় তাদের শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে ছোট ছোট শিশুরা তাদের মেধা বিকাশে বাঁধাগ্রস্থ হচ্ছে। তারা দাবী জানিয়েছেন শীঘ্রই যেন এই শিশুপার্কটি পুণরায় চালু করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন হাওলাদার বলেন, আমরা এ পার্কটি সংস্কার করার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে বোরহানউদ্দিন পৌরসভা সংস্কার করার জন্য আন্তরিক হয়েছে। শীত মৌসুমে কাজ করে দেওয়ার কথা রয়েছে।