

শুক্রবার ● ১৭ মার্চ ২০২৩
প্রথম পাতা » জেলার খবর » লালমোহনে ইউপি সদস্যদের হামলায় চেয়ারম্যান মুরাদ আহত
লালমোহনে ইউপি সদস্যদের হামলায় চেয়ারম্যান মুরাদ আহত
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে জেলেদের চালের স্লিপ বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যদের চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লালমোহন হাসপাতালে আনলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ অভিযোগ করেন, সকালে জেলেদের পূনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে তিনি ইউনিয়ন পরিষদে যান। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামীম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে অতর্কিত হামলা চালায় তারা। এতে তিনি গুরুত্বর আহত হয়।
অভিযুক্ত ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাকিল বলেন, মোতালেব ব্যাপারী নামের এক জেলের থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবী করে চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করে চেয়ারম্যান। পরে ভূক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের উপর হামলা চালায়। এসময় তাদের সাথে ইউনিয়নের কার্ড না পাওয়া জেলেরা এবং উৎসুক জনতা হামলার ঘটনায় অংশ নেন।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় নেয়া হয়েছে। এঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-ইএ/এফএইচ