

বুধবার ● ২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় ল্যাবএইড ডায়াগনস্টিকের ৩০ তম শাখার উদ্ধোধন
ভোলায় ল্যাবএইড ডায়াগনস্টিকের ৩০ তম শাখার উদ্ধোধন
স্টাফ রিপোর্টার: সর্ব আধুনিক প্রযুক্তিতে রোগ নির্ণয়ের জন্য ভোলায় মঙ্গলবার বিকালে উদ্বোধন করা হয়েছে ল্যাবএইড ডায়াগনস্টিকস লিমিটেত এর ৩০ তম শাখা। এ সময় উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানের সিনিয়র জিএম এটিএম মহিউদ্দিন, জিএম (মার্কেটিং) জাহাঙ্গীর আলম হায়দার,ভোলা শাখা ব্যবস্থাপক কামরুল হাসান রিয়াদ, সিনিয়র এক্সিকিউটিভ ( মার্কেটিং) আশরাফুল আলম, ভোলা সদর এসিল্যাড আলী সুজা, প্রেসক্লাব সভাপতি এম,. হাবিবুর রহমান, সাবেক সিভিল সার্জন শাহেআলম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান,
ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহিবুল্লাহ মিয়া, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায অপু, আজিজ সেন্টারের স্বত্বাধিকারী , রাজনীতিবিদ আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, ডাঃ জান্নাতি আলম, সহ এলকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ
-ইই/এফএইচ