

রবিবার ● ৩০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় বিয়ে বাড়িতে বরের চাচাতো ভাইয়ের মৃত্যু
ভোলায় বিয়ে বাড়িতে বরের চাচাতো ভাইয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার: ভোলায় বিয়ে বাড়িতে বরের চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ইব্রাহিম লিমন (২৭) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
লিমন একই ইউনিয়নের মেদুয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে এবং এক সন্তানের জনক। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। চাচাতো ভাই উজ্জ্বল হোসেনের বিয়েতে সম্প্রতি তিনি ঢাকা থেকে এসেছিলেন।
পুলিশ লিমনের পরিবার ও বিয়ে বাড়ির লোকজন জানান, গত ২০ অক্টোবর লিমন ঢাকা থেকে উজ্জ্বলের বিয়েতে আসেন। ২৩ অক্টোবর তার বৌভাত অনুষ্ঠানে যোগ দেন। এরপর থেকেই তিনি ওই বিয়ে বাড়িতে ছিলেন। শনিবার রাতে বাড়ির অন্যান্যদের সঙ্গে দুষ্টমি করে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন তাকে সজাগ করতে গিয়ে দেখতে পান ঘুমিয়ের মধ্যে লিমনের মৃত্যু হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আযম বিষয়টি নিশ্চিত করেছে বলেন, লিমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং পরিবারেরও কোনো অভিযোগ নেই। তিনিও ধারণা করছেন, স্ট্রোকে লিমনের মৃত্যু হতে পারে।
-এফএইচ